আপাতত আবেদন ৮০ হাজারের বেশি! স্টুডেন্ট ক্রেডিট কার্ডের চাহিদা তুঙ্গে

আপাতত আবেদন ৮০ হাজারের বেশি! স্টুডেন্ট ক্রেডিট কার্ডের চাহিদা তুঙ্গে

কলকাতা: রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক ঋণ প্রাপ্তির পরিমাণ ১০ কোটি ছাড়াল। প্রকল্প চালু হওয়ার পর থেকে এই এ পর্যন্ত জমা পড়া প্রায় ৮০ হাজার আবেদনের মধ্যে ৩০০ পড়ুয়ার ঋণের আবেদন অনুমোদন করে ব্যাঙ্কগুলি। এই পরিমাণ ঋণ দিয়েছে বলে উচ্চশিক্ষা দফতরের তরফে জানা গেছে।

আরও পড়ুন- দিঘায় ঘুরতে এসে ‘খুন হলেন’ পর্যটক, চাঞ্চল্য

 

ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় ঋণের আবেদন এবং প্রাপ্তির পরিমাণ আরো অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। পড়ুয়াদের যাতে উচ্চশিক্ষার ঋণ পেতে অসুবিধা না হয় তার জন্য আরও কয়েকটি ব্যাঙ্কে এই প্রকল্পের যুক্ত করার জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৩০ জুন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন। দশম শ্রেণির পর থেকে উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করার সুযোগ পাচ্ছেন। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের ৭৯ হাজার ০৪৩ জন আবেদন করেছেন। ২৯৮ জন পড়ুয়ার ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৩ হাজার ৮২৪, ছাত্রীর সংখ্যা ৩৫ হাজার ২১৩ ও অন্যান্যদের সংখ্যা ৬ জন। যার মধ্যে এ রাজ্যের মধ্যে পড়ার জন্য আবেদন করেছে ৫৭ হাজার ০৭৯ জন। এ রাজ্যের বাইরে পড়ার জন্য আবেদন করেছেন ২১ হাজার ৯৪৬ জন। 

আরও পড়ুন- টেন্ডার দুর্নীতি কাণ্ডের তদন্তে নয়া মোড়, বেআইনি লকারের হদিশ

উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, সব আবেদনকারীর আবেদন মিলিয়ে এখনও পর্যন্ত ঋণের অঙ্কের পরিমাণ ৩ হাজার ৪৬১ কোটি ৩১ লক্ষ টাকা। জানা গিয়েছে, স্নাতক স্তরের পড়ার জন্যই সব থেকে বেশি ঋণের আবেদন জমা পড়েছে।  মোট আবেদনকারীর ৪৯.৬১ শতাংশ স্নাতক স্তরে পড়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের জন্য আবেদন জানিয়েছেন। ২৩.৬১ শতাংশ ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করেছেন। ১৫.৭৫ শতাংশ স্কুল স্তরের পড়ার জন্য ঋণের আবেদন করেছেন এবং ৭.৪৭ শতাংশ পড়ুয়া স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nineteen =