তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ফেসবুকে জবাব বিধায়কের

তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ফেসবুকে জবাব বিধায়কের

কলকাতা:  দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনার মাঝেই মাথাচাড়া দিয়েছিল তাঁর দল বদলের জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন চন্দনা বাউড়ি। তবে সেই জল্পনায় জল ঢাললেন খোদ শালতোড়ার বিধায়ক৷ ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে জানিয়ে দিলেন, তিনি বিজেপি’তে ছিলেন, আর বিজেপি’তেই থাকবেন৷ তাঁর সম্পর্কে যে খবর প্রচার করা হচ্ছে সবটাই ভিত্তিহীন৷ সেই সঙ্গে অপ প্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিধায়ক৷ 

আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ED

সোমবার রাতে ফেসবুকে এসে চন্দনা বলেন, ‘‘বেশ কিছু সংবাদমাধ্যম আমাকে নিয়ে ভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে৷ সবটাই ভিত্তিহীন। এর মধ্যে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে ফোনও করেছিলাম এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ করার জন্য। এর পরেও এই ধরনের অপপ্রচার চললে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যেই আমার বিধানসভায় দলের অনেক কার্যকর্তা ফোন করেছিলেন৷ তাঁদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আশীর্বাদেই বিধায়ক হয়েছি৷ আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন৷ আমি আপনাদের পাশে ছিলাম, আছি আর থাকব৷ এভাবে বিজেপি’কে আটকানো যায়নি৷ ভবিষ্যতেও যাবে না৷’’

আরও পড়ুন- BJP ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ‘দ্বিতীয় বিয়ে’র গুঞ্জনের মাঝেই দলবদলের জল্পনা তুঙ্গে

বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই চর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠে এসেছিলেন শালতোড়ার চন্দনা৷ দরিদ্র পরিবার থেকে উঠে আসা চন্দনাকে নিয়ে আগ্রহের খামতি ছিল না৷ অন্যদিকে টিকিট পেয়েই বিজেপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি৷ তাঁর হয়ে প্রচারে এসেছিলেন বিজেপি’র তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী৷ সেই চন্দনারই তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে ওঠে৷ প্রসঙ্গত, তাঁর ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে৷ তিনি হুমকি দিচ্ছেন বলেও থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণ৷ সূত্রের খবর, তিনি নাকি ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে দিয়েছেন৷ আর সেই সূত্র ধরেই চন্দনার তৃণমূলে যোগের জল্পনা তৈরি হয়৷ যদিও এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন শালতোড়ার বিজেপি বিধায়ক৷  জানিয়ে দেন তিনি বিজেপি’তেই আছেন৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =