কলকাতা: গেরুয়া জার্সি খুলে তৃণমূলে নাম লেখানোর পর আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বাবুল সুপ্রিয়৷ নানা প্রশ্নের জবাবও দেন তিনি৷ স্বভাবতই প্রশ্ন ওঠে ২০২৪ নিয়ে৷ এ প্রসঙ্গে বাবুল সাফ বলেন, সবচেয়ে জনপ্রিয় মানুষকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইব।
আরও পড়ুন- ‘ভিক্টোরিয়ার সামনে দিদি আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন’, অনুপমকে তুলোধোনা বাবুলের
তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই তালিকার শীর্ষে থাকবেন, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই তাঁকেই আমি তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাবুলের স্পষ্ট কথা, ২০১৪ সালে মোদী ছিলেন দেশের আশা৷ কিন্তু ২০২৪ সালে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন দিদি।
এদিন বাবুল বারবার বলেছেন, আমি প্রথম একাদশে থাকতেই ভালোবাসি৷ প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়ার জন্য দিদি ও অভিষেককেও ধন্যবাদ জানান তিনি৷ বাবুল বলেন, মাত্র চার দিন আগের কথা৷ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ও ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে আমার কথা হয়েছে৷ তাঁর এমন কিছু বলেছেন যা আমাকে অনুপ্রাণিত করেছে৷ মোটিভেট করেছে৷ আমার সিদ্ধান্ত বদল নিয়ে নানা কটূক্তি, কটাক্ষ হবে জেনেও দল বদল করেছি৷
আরও পড়ুন- ‘সমালোচনা করার অধিকার রয়েছে শুভেন্দুর, বহিরাগর প্রশ্ন নিরর্থক’ মন্তব্য বাবুলের
এদিন দিলীপ ঘোষের সমালোচনা করে বাবুল বলেন, ‘‘ যাঁরা আমাকে পর্যটক বলছেন, তাতে আমার বিশেষ কিছু আসে যায় না।’’