কলকাতা: উত্তরবঙ্গ নিয়ে আবার ক্রমশ উত্তাপ বাড়ছে বাংলায়। আবার আলাদা রাজ্যের দাবি জানান হয়েছে বিজেপির তরফে। এই ইস্যু নিয়ে নতুন করে রাজ্য সরকারের সঙ্গে বাদানুবাদ হচ্ছে বিজেপি নেতাদের। গতকাল গরমের জন্য স্কুল ছুটির সিদ্ধান্তকে কেন্দ্র করে মমতার সরকারকে একহাত নেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই প্রেক্ষিতেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার আর্জি জানান। এখন এই ইস্যুতেই বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে বাংলার অংশ বলেই মনে করেন না।
আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার লরিচালক
অতিরিক্ত তাপপ্রবাহ, গরমের কারণে রাজ্য সরকার স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে দিয়েছে। আগামী ২ মে থেকে শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। কিন্তু উত্তরবঙ্গের স্কুল গুলিতে ছুটি না দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেক বেশি মনোরম। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, কিন্তু উত্তরবঙ্গে এমন কোনও সমস্যা নেই। তাই উত্তরবঙ্গে কেন গরমের ছুটি দেওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই ইস্যুতে তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দাবি করেন। এই সুরেই আজ দিলীপ বলেছেন, কলকাতা ছাড়া উত্তরবঙ্গকে বাংলার অংশ মনে করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও স্কুলের অভিভাবক তার কাছে ছুটি দেওয়ার দাবি করেননি। তাহলে কেন স্কুল ছুটি দিল রাজ্য সরকার, এই প্রশ্ন তাঁর।
এদিকে আবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ইস্যুতে বলেছেন, উত্তরবঙ্গে সত্যিকারের কোনও উন্নয়ন রাজ্য সরকারের তরফে করা হয়নি। মুখ্যমন্ত্রী শুধু ঘুরতে আসেন উত্তরবঙ্গে, আর কিছুই করেননি। উত্তরকন্যা থেকে কোনও পরিষেবা পাওয়া যায় না। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়েও কোনও পদক্ষেপ হয়নি। তাই উত্তরবঙ্গ যে বঞ্চিত তা তিনি মেনে নিচ্ছেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের রাজ্যের প্রতি যে ক্ষোভ রয়েছে, তা তিনি সঠিক বলেই মানেন।