রথযাত্রার নামে ফুর্তি! জগন্নাথদেবকে বিজেপি কালিমালিপ্ত করেছে, ব্যথিত মমতা

রথযাত্রার নামে ফুর্তি! জগন্নাথদেবকে বিজেপি কালিমালিপ্ত করেছে, ব্যথিত মমতা

রায়গঞ্জ: রাজ্যজুড়ে রথ যাত্রার মাধ্যমে নিজেদের সংগঠন আরো মজবুত করতে উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। কিন্তু এই রথযাত্রা নিয়ে প্রথম থেকেই বিতর্ক এবং উত্তেজনা। আজ রায়গঞ্জের জনসভা থেকে বিজেপির এই রথযাত্রাকে চরম কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিজেপি জগন্নাথদেবের রথযাত্রাকে কালিমালিপ্ত করছে। পাশাপাশি তিনি আরো বলেন, রথ যাত্রার নামে যাত্রা করে বেড়াচ্ছে বিজেপি।

মমতার কথায়, উত্তরপ্রদেশে একসময় বিজেপির রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদবাণী৷ এবার সেই সংস্কৃতি বাংলার মাটিতে আনতে চাইছে বিজেপি৷ তবে রথযাত্রার নাম পরিবর্তন করে তারা তা রেখেছেন পরিবর্তন যাত্রা৷ মমতার প্রশ্ন, রথে তো দেবতারা থাকেন, তাহলে সেখানে বিজেপির নেতারা কেন থাকবে? তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও বলেন, রথের মধ্যে দশতারা হোটেলের ব্যবস্থা নিয়ে ঘুরছে বিজেপি৷ জনতার টাকায় ফুর্তি করে বেড়াচ্ছে৷ বিজেপিকে চরম নিশানা করেন তিনি বলেন, তিনি লজ্জিত ও দুঃখিত যে জগন্নাথদেবের রথযাত্রাকে তারা কালিমালিপ্ত করেছে৷ বিজেপিকে একহাত নিয়ে মমতা আরও দাবি করেন, বিজেপি এমন ভাব দেখাচ্ছে যে তারা জগন্নাথ দেবের থেকেও বড়! রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। বাবুরা রথ বিক্রি করেছেন। সেই রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফুর্তি হচ্ছে। মমতার অভিযোগ, রথের পবিত্রতা নষ্ট করে তার ভেতরে বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব খাওয়া হচ্ছে।ধর্মের নামে অধর্ম করছে বিজেপি, বলে তোপ দাগেন মমতা। 

এদিকে দলবদল পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা উঁচু করে চলতে হবে কারণ মনে রাখতে হবে দল কারোর কাছে মাথা নত করে না, কাউকে মাথা নত করে টিকিট দেয় না। কেউ যদি মনে করে যে সে বড় নেতা, তাহলে সে ভুল ভাববে। দলবদলুদের কটাক্ষ করে মমতা আরো বলেন, কিছু ভুঁইফোড়কে তিনি কাজ করতে পাঠিয়েছিলেন, তারা আদতে নিজের আখের গুছিয়ে পালিয়ে গেছে। ইঁদুর থেকে বাঘ হয়ে ঋষিকেই খেতে আসছে, বলে চরম কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনকেউ নিজেকে বড় নেতা ভাবলে সেটা ভুল! রায়গঞ্জ থেকে দলবদলুদের নিশানা মমতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *