‘অনেকে আবার ডায়েটিংও করেন,সামনে মিষ্টি থাকলেও খান না’, নাম না করে বিঁধলেন মমতা

‘অনেকে আবার ডায়েটিংও করেন,সামনে মিষ্টি থাকলেও খান না’, নাম না করে বিঁধলেন মমতা

4d5a56b1b8b21912fed44baaceede5b1

কলকাতা: টাউন হলের প্রশাসনিক বৈঠক থেকে নাম না নিয়ে অমিত শাহকে বিঁধলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্যাঙ্গের সুরে বলেন, আমরা যতই টাকা রোজগার করি না কেন, হীরের চচ্চড়ি বা, সোনার তরকারি খাই না৷ ডাল ভাত মাছের মধ্যেই সীমাবদ্ধ৷ এখন অনেকে আবার ডায়েটিংও করেন৷ সামনে মিষ্টি থাকলেও খান না৷ মাংস কিনে এনেও খাওয়া যায় না৷ অনেক চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হয়৷ তাই আমাদের যা আছে তাই যথেষ্ট৷ জীবনটা চলে যাবে৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ সেখানে তাঁর জন্য নানা মিষ্টির আয়োজন থাকলেও, শরীরীক সমস্যার জন্য তিনি তা মুখে তোলেননি৷ 

আরও পড়ুন- ‘আমরা হীরের চচ্চড়ি, সোনার তরকারি খাই না’, কেন্দ্রকে খোঁচা মমতার

এর পরেই আমলাদের প্রসঙ্গে ফিরে আসেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্য সরকারের অফিসারদের জন্য বিশেষ ব্যবস্থা তো থাকবেই৷ জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি পদে এখন দ্রুত উন্নতি হচ্ছে৷ আগে ডেপুটি সেক্রেটারি হতে গেলে ১৬ বছর লাগত, এখন তা কমিয়ে ৮ বছর করে দেওয়া হয়েছে৷ ডব্লিউবিসিএস চাকরির সময়সীমাও বাড়িয়ে ৩৬ বছর করা হয়েছে৷ আমলাদের কোনও ছুটি না থাকায় তাঁদের ১৩ মাসের বেতনের বন্দোবস্তও করে দেওয়া হয়েছে৷ দুটি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট চালু করা হয়েছে৷