জীবনে কোনও মুখ্যমন্ত্রীকে CRPF ঘেরাও-এর কথা বলতে শুনিনি, মমতাকে শাহী খোঁচা

জীবনে কোনও মুখ্যমন্ত্রীকে CRPF ঘেরাও-এর কথা বলতে শুনিনি, মমতাকে শাহী খোঁচা

0a1e053b9463a33e8b6ce95ec0801127

কলকাতা: রাজ্যে তিন দফা ভোট হয়ে গিয়েছে৷ শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার কাউন্ট ডাউন৷ তাঁর ঠিক আগে সাংবাদিক বৈঠক ভোটের উত্তাপ আরও বাড়ালেন অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত তিন দফায় বাংলার মানুষের অকুন্ঠ সমর্থন পয়েছে বিজেপি৷ আমাদের অনুমান, প্রথম তিন দফায় ৬৩ থেকে ৬৮টি আসনে জিতব আমরা৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

তৃণমূলকে একহাত নিয়ে শাহী মেজাজে অমিত শাহ বলেন, শাসকদলের মধ্যে একটা হতাশা কাজ করছে৷ তাঁদের বক্তব্য ও কাজেই তা স্পষ্ট প্রমাণিত হয়েছে৷ আমার জীবনে কোনও নেতা বা মুখ্যমন্ত্রী এভাবে সিআরপিএফ-কে ঘেরাও করার বিবৃতি দিতে দেখেনি৷ উনি কি মানুষকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন? এটাই বুঝতে পারছি না৷ 

এদিন সংখ্যালঘু ভোটের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে৷ শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সকল মুসলিমদের এক হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে৷ এর অর্থ উনি বুঝে গিয়েছেন যে মুসলিম ভোট ব্যাঙ্কও ওঁনার হাত থেকে বেরিয়ে গিয়েছে৷

 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোনার বাংলা অভিযান কলকাতা থেকেই শুরু হবে৷ কলকাতা আগামী দিনেও ‘সিটি অফ জয়’ হেই থাকবে৷ কলকাতার পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকা দেওয়া হবে৷ 

আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেতলা, রাতভর চলল ইট-বৃষ্টি, আহত রুদ্রনীল

এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম ও নন্দীগ্রামকে মিনি পাকিস্তান বলার জন্য শুভেন্দু অধিকারীকেও নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে৷ এ পর্সঙ্গে অমিত শাহ বলেন, আমার মনে হয় উভয়েরই জবাব দেওয়া উচি৷ ভোটের সময় নির্বাচন কমিশনের উপরে কেউ নয়৷ তাঁই তারা যখন নোটিশ পাঠিয়েছে৷ তার উত্তরও দেওয়া উচিত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *