বাংলায় করোনা পরিস্থিতি কেমন? ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কমিশনকে এতহাত মমতার

বাংলায় করোনা পরিস্থিতি কেমন? ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কমিশনকে এতহাত মমতার

চুঁচুড়া:  একুশে বাংলা দখলের লড়াইয়ে ভোট হবে আট দফায়৷ ইতিমধ্যেই দু’দফা ভোট হয়ে গিয়েছে৷ বাকি আরও ছয় দফা৷ এর আগে আজ হুগলীর জনসভা থেকে নির্বাচন মিশনকে ফের একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোভিড পরিস্থিতির জন্য কমিশনই দায়ী থাকবে বলে হুঙ্কার দিলেন তিনি৷ 

আরও পড়ুন- টাকার জন্য ভোটে দাঁড়িয়েছে লকেট, চরম কটাক্ষ মমতার

এদিন মমতা বলেন, বিজেপি’র মণ্ডল কমিশনের সুপারিশে আমাদের রাজ্য ৮ দফায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন৷ অথচ অসমে ৩ দফায় ভোট হচ্ছে৷ কেরল, তামিলনাড়ুতে ভোট হচ্ছে ১ দফায়৷ ওদের যদি এত কম দফায় ভোট হতে পারে তাহলে বাংলায় এত বেশি দফায় ভোট করানো হচ্ছে কেন? চারিদিকে কোভিড হচ্ছে৷ ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এখনও ঠিক আছি৷ এই সময় পরিস্থিতি বিচার করে অল্প সময়ের মধ্যে ৩-৪টি দফায় ভোট শেষ করে দেওয়া উচিত ছিল৷ সুর চড়িয়ে বলেন, ‘‘বিজেপি কি চাইছে? কোভিড হয়েছে বলে ভোট বন্ধ করাতে চাইছে? এই চালাকি চলবে না৷ ভোট যখন শুরু হয়েছে, তখন শেষও করতে হবে৷’’ চরম হুঁশিয়ারি তাঁর৷  

আরও পড়ুন- গোসাবায় BJP প্রার্থীকে হেনস্থা, ‘বন্দুক কিনেছি দেখে নেব’ বলে হুঁশিয়ারি, পাল্টা দাবি TMC-র

পাশাপাশি হুগলী জেলার প্রার্থীদেরও এদিন ভূয়সী প্রশংসা করেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন, তপন, অসিত আর কোনও ভুল করবে না৷ ওঁদের কাউন্সেলিং আমি করেছি৷ ওঁরা গদ্দারদের মতো দল ছেড়ে যায় না৷ পাশাপাশি একহাত নেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেও৷  বলেন, টাকার জন্যই ভোটে দাঁড়িয়েছেন লকেট৷ এছাড়াও স্বাস্থ্যসাথী থেকে যুবশ্রী, কম্যাশ্রী, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী৷ প্রতিশ্রুতি দেন বিনা পয়সায় রেশনের৷ মা-বোনেদের হাতখরচা দেওয়া হবে৷ সেইসঙ্গে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 1 =