তুলনায় এদিন বঙ্গে বৃদ্ধি আক্রান্তের, কোভিড গ্রাফ জেনে নিন

তুলনায় এদিন বঙ্গে বৃদ্ধি আক্রান্তের, কোভিড গ্রাফ জেনে নিন

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ সোমবার তলানিতে নেমেছিল। আজ কিন্তু কিঞ্চিৎ বেড়েছে। ডেঙ্গি সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে যে আতঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে করোনা গ্রাফের তলানিতে চলে যাওয়া স্বস্তির বিষয় ছিল। তবে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা এদিন ১০ বৃদ্ধি পেয়েছে। আজ রাজ্যে ২০-র ওপর সংক্রমণ, তবে মৃত্যু শূন্য, এটাই স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যা ৪০ ছাড়িয়ে গিয়েছে। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। তবুও কোভিডকে যে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি সেটাও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন- ‘ভারতবাসী আমার পা ধুয়ে জল খেয়েছে’, দাবি নোবেলের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৪ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ২৫০ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪৪ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৩৫৭ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ৫৩৬ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.৪৩ শতাংশে।

অন্যদিকে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =

অনেকটাই কমে এল বঙ্গের কোভিড গ্রাফ, মৃত্যু নিয়ে চিন্তা আছেই

অনেকটাই কমে এল বঙ্গের কোভিড গ্রাফ, মৃত্যু নিয়ে চিন্তা আছেই

কলকাতা: দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল। মাঝে তা বাড়লেও গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা লঘু হয়েছে বঙ্গের সংক্রমণ। ২০০-র নীচে নেমে গিয়েছে আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যু চিন্তার কারণ এখনও আছে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক একই আছে। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ৩.১৮ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ।

আরও পড়ুন: DA-র বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের, ৩ শতাংশ হারে কারা পাবেন?

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৪ হাজার ৯৫০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৪৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭৯ হাজার ৮৭০। আজ মোট পরীক্ষা করা হয়েছে.৬ হাজার ১৩৭ নমুনা। আপাতত এই পরিসংখ্যান থাকলেও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ করোনা ছাড়াও অন্যান্য রোগের উৎপাত বাড়তে দেখা যাচ্ছে। তার মধ্যে অবশ্যই আছে ডেঙ্গু।

আগেই স্বাস্থ্য দফতর জানিয়েছিল গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পদক্ষেপ নিতে রাজ্য সরকার আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে শনিবারই। স্বাস্থ্য সচিব সঞ্জয় বনশলের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 9 =

আবার ১০০ পার কলকাতার সংক্রমণ! চিন্তা বাড়াচ্ছে আরও দুই জেলা

আবার ১০০ পার কলকাতার সংক্রমণ! চিন্তা বাড়াচ্ছে আরও দুই জেলা

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ এক লাফে বাড়ল। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় আবার আজ শতাধিক করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া অন্যান্য জেলা নিয়ে চিন্তা নেই খুব একটা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। কারণ মনে করা হচ্ছে যে, পুজোড় ভিড় বাড়াতে পারে সংক্রমণ।

আরও পড়ুন- স্বামীর সঙ্গে দিদির বাড়ি যাওয়ার পথে বাইক থেকে ছিটকে লরিতে পিষ্ট মহিলা 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে ১৩৭ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই শহর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত সেখানকার ১২৫ জন। তৃতীয় স্থানে নদীয়া। সেখানে আক্রান্ত ৫৮ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। একই সময় সুস্থ হয়েছে ৬৯৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৭ হাজার ৫৭৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৪১ হাজার ২২৩ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৩ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৭৬৪ জনের। রাজ্যের বর্তমান সুস্থতা ৯৮.৩২ শতাংশ। 

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামা নিয়ে ভর্ৎসনা হাইকোর্টের

এদিকে সামনেই পুজোর মরশুম। তাই অতিরিক্ত ভিড় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ বাড়লে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের তরফে। ইতিমধ্যেই দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে গত বছরের মত। যে মামলার শুনানি ৩০ সেপ্টেম্বর। গত বছর অনেক বিধি নিষেধ জারি করা হয়েছিল পুজোয়। এইবারও সেই এক নিয়ম থাকে কিনা তাই দেখার বিষয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + ten =

মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ১৫ লক্ষের গণ্ডি, একদিনে সুস্থ ৭৫৪

মোট সংক্রমণ ছাড়িয়ে গেল ১৫ লক্ষের গণ্ডি, একদিনে সুস্থ ৭৫৪

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ১০০০-এর নিচে রয়েছে, তবে গতকালের তুলনায় আজ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যা নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। যদিও আপাতত দুই জেলা ছাড়া অন্যান্য জেলা নিয়ে চিন্তা নেই খুব একটা। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৪৬ জন। আক্রান্তদের মধ্যে ১৩২ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানেই এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৫ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৬৪ হাজার ১৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৭ হাজার ৭৩২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৪ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১২ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৭০৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ০৫০ জন।

আরও পড়ুন- দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় রাজ্য BJP সভাপতি, প্রচারে বাধা পুলিশের 

আবার জানা গিয়েছে যে, এই বছর করোনার সঙ্গে ফ্লু ভাইরাস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জাও অন্যান্য বছরের থেকে বেশি বৃদ্ধি পাবে। এটিকেই বলা হচ্ছে, ‘টুইনডেমিক’, অর্থাৎ দুটি মহামারি একসঙ্গে। সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট। শীতকাল শেষ না হওয়া পর্যন্ত চলবে সেটি। তাৎপর্যপূর্ণ ব্যাপার ঠিক এই সময়েই করোনাভাইরাস তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা রয়েছে। সুতরাং আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই একই সময়ে দুটি ভাইরাস দাপট দেখাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =

বাংলার করোনা গ্রাফে স্বস্তি থাকছে না, বাড়ছে জেলার সংক্রমণ

বাংলার করোনা গ্রাফে স্বস্তি থাকছে না, বাড়ছে জেলার সংক্রমণ

কলকাতা: প্রত্যেক দিন রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। কোন কোন দিন স্বস্তি পাচ্ছে রাজ্যবাসী আবার কোন কোন দিন আতঙ্ক সৃষ্টি হচ্ছে দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি হওয়ায়। আজ যেমন অনেকটা না বাড়লেও দৈনিক আক্রান্তের সংখ্যায় খুব একটা স্বস্তি মিলবে না। মূলত কয়েকটি জেলা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বদলে দিচ্ছে। এদের মধ্যে অবশ্যই রয়েছে উত্তর ২৪ পরগনা, কারণ বিগত কয়েক মাস ধরে এই জেলায় সংক্রমণ শীর্ষে। এর পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে কলকাতা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত‌ ২৪ ঘণ্টায় বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮১২ জন, এদের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১১৪ জন। দৈনিক সংক্রমণে দ্বিতীয় কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় ৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য জেলা গুলিতেও আক্রান্তের সংখ্যায় খুব একটা বড় পরিবর্তন ঘটেনি। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্যে করোনায় মোট ১৮ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে। বাংলার মোট সুস্থ হওয়ার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২ হাজার ৭৪৮ জনে। বাংলার এই মুহূর্তে সুস্থতার হার ৯৮ শতাংশের বেশি।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে বাঁকড়ুায় ভেঙে পড়ল সেতু, শুরু রাজনৈতিক তরজা

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন। এই একই সময়ে সংক্রমণ থেকে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। তবে স্বস্তির খবর এই যে মঙ্গলবার সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ০৭৬ জন। মোট মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে ৪ লক্ষ ২৬ হাজার ৪৯০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮ জন মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =