Aajbikel

১৪ মাস প্রস্রাব বন্ধ! কোন রোগে আক্রান্ত হলেন মহিলা

 | 
woman

লন্ডন: একদিন বা দু'দিন না হলে অতটা মাথা ঘামায় না কেউ। মনে হয় জল কম খাওয়া হচ্ছে বলে হয়তো এমন হতে পারে। কিন্তু বিষয়টা যখন ১৪ মাস বন্ধ থাকে তখন মারাত্মক হারে চিন্তা বাড়ে বৈকি। ঠিক এমনই পরিস্থিতির মুখে পড়েছিলেন ব্রিটেনের এক মহিলা। এক বা দু'দিন নয়, ১৪ মাস প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। শেষে হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন নিজের বিরল রোগের কথা। 

আরও পড়ুন- 'অস্বাভাবিক' তুষারপাত সিকিমে, ১৪০০ পর্যটককে উদ্ধার, ভেঙেছে রাস্তাও

এলি অ্যাডামস এখন সে দেশের চিকিৎসামহলে পরিচিত হবেন। ৩০ বছরের এক মহিলার টানা ১৪ মাস প্রস্রাব হয়নি। এক সাক্ষাতকারে এলি জানান, ২০২০ সালের অক্টোবর মাসের একদিন আচমকা তাঁর প্রস্রাব বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে ব্যাপারটিকে গুরুত্ব দেননি তিনি। ভেবেছিলেন জল কম খাওয়ার জন্য এমনটা হয়েছে। তাই তিনি নিয়ম করে বেশি মাত্রায় জল খেতে থাকেন। কিন্তু কোনও লাভ হয়নি। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও তাঁর প্রস্রাব হচ্ছিল না। যদিও অন্য কোনও শারীরিক সমস্যা তাঁর হয়নি, কিন্তু প্রস্রাব না হওয়াই তো একটা বড় সমস্যা। 

এরপর বেশ কয়েক সপ্তাহ বাদে তিনি হাসপাতালে যান চিকিৎসার জন্য। তখন তিনি জানতে পারেন, তাঁর মূত্রথলিতে এক লিটার ইউরিন জমে রয়েছে। পরীক্ষা করে দেখা যায়, 'ফাউলার্স সিনড্রোম' নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ক্যাথিটারের সাহায্য নেন এলি। কিন্তু তাতেও কিছুই পরিবর্তন ঘটেনি। ওষুধ শুরু করার পর ১৪ মাস কেটে যায়। শেষে 'স্যাক্রাল নার্ভ স্টিমুলেশন' করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে এলি সুস্থ আছেন। 

Around The Web

Trending News

You May like