‘অস্বাভাবিক’ তুষারপাত সিকিমে, ১৪০০ পর্যটককে উদ্ধার, ভেঙেছে রাস্তাও

‘অস্বাভাবিক’ তুষারপাত সিকিমে, ১৪০০ পর্যটককে উদ্ধার, ভেঙেছে রাস্তাও

গ্যাংটক: বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের আবহাওয়ায় বদল ঘটেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে বেশ কয়েক জায়গায় তুষারপাত। বাংলার পড়শি রাজ্য সিকিমেও এই ধরনের আবহাওয়া দেখা গিয়েছে। তবে সেখানে এবার ঘটল অস্বাভাবিক ঘটনা। জানা গিয়েছে, গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। পরিস্থিতি এমন হয়েছে যে আটকে পড়েছিলেন ১ হাজার ৪০০ পর্যটক, ভেঙেছে রাস্তাও। তবে লাগাতার তুষারপাতের পরও নিস্তার হয়নি, রাস্তা পরিষ্কার করার পরও আবার হয়েছে বরফপাত।

আরও পড়ুন- টানা ৩৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED-র হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল

স্থানীয় সূত্রে খবর, দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। সম্প্রতি আবার বড়সড় ধস নামে পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। অন্যদিকে, গ্যাংটক থেকে মনগান যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই উত্তর সিকিমে আটকে থাকা প্রায় ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধার কাজ চলে। সেনার তরফ থেকে জানান হয়েছে, সেইভাবে কারোর গুরুতর কোনও চোট লাগেনি, তাঁদের প্রাথমিক চিকিৎসা করে অনেককে ছেড়েও দেওয়া হয়েছে। এই মুহূর্তে লাগাতার বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। 

এমনিতেই রবিবার দুপুরের পর থেকেই একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই আভাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। এই সময়ে দার্জিলিং সহ একাধিক উত্তরবঙ্গের জেলাতেও ঠান্ডা বেড়েছে। অধিকাংশ সময়ই মেঘলা আকাশ। অনুমান, সিকিমের আবহাওয়ার প্রভাব ভালোই পড়ছে সেখানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 10 =