রুশ সেনার উপর মিসাইল দাগল সান্তা বুড়ো! ভাইরাল ভিডিয়ো

রুশ সেনার উপর মিসাইল দাগল সান্তা বুড়ো! ভাইরাল ভিডিয়ো

কিয়েভ: শ্বেতশুভ্র তুষার রাশির উপর দিয়ে ছুটছে বল্গা হরিণের স্লেজ গাড়ি৷ তাতে বসে সান্তা বুড়ো৷ ক্রিসমাসে কচিকাঁচাদের উপহারে ভরিয়ে দিতে আসেন সান্তা৷ তাঁর প্রশান্ত মুখের হাসি দেখলেই যেন মন জুড়িয়ে যায়৷ কিন্তু সান্তা ক্লজ যদি রেগে যায়? তাঁর ফলও ভয়ঙ্কর হয়৷ শুরু হয় রুশ সেনার উপর মিসাইল বৃষ্টি! 

আরও পড়ুন- হাসপাতালে কোভিড রোগীদের ভিড়, চিনে ছুটি বাতিল বহু কর্মীর

শুনতে অবাক লাগলেও রাশিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়তে দেখা গেল ‘সান্তা ক্লজ’কে। নেটপাড়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো৷ যেখানে দেখা গিয়েছে, সান্তার পোশাক পরে হামলা চালাচ্ছেন ইউক্রেনের এক ফাইটার পাইলট। মিগ-২৯ যুদ্ধবিমান থেকে আমেরিকার দেওয়া ‘AGM-88 HARM’ বায়ু থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছুঁড়ছেন সান্তাবেশী ওই ফাইটার পাইলট। লক্ষ্য রুশ সেনা। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি  আজবিকেল৷ 

তবে সান্তাবেশী ইউক্রেনীয় পাইলটের ভিডিয়ো নেটপাড়ায় ভালই সাড়া ফেলে দিয়েছে। ইনস্টাগ্রামে এসেছে একের পর এক কমেন্টে৷ জনৈক ইউজার লিখেছেন, ‘মনে হচ্ছে রুশ সেনার জন্য উপহার নিয়ে এসেছে সান্তা।’ অপর একজন কমেন্টে লিখেছেন, ‘ক্রিসমাসে যারা দুষ্টুমি করেছে তাদের সাজা দিতে এসেছে সান্তা ক্লজ!’

গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ সেই থেকে জ্বলছে যুদ্ধের আগুন৷ বর্ষবরণের রাতে দু’পক্ষের সংঘর্ষে ৪০০ রুশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভ্লাদিমির জেলেনস্কির দেশ। ইউক্রেনীয় বাহিনীর দাবি, ৩১ ডিসেম্বর রাতে রুশ অধিকৃত ডোনেৎস্ক অঞ্চলের মাকিভকা শহরে নিহত হয়েছে ৪০০ রুশ সেনা। তাৎপর্যপূর্ণ ভাবে, এই প্রাণহানির কথা স্বীকার করে নিয়েছে ডোনেৎস্কের মস্কো নিয়ন্ত্রিত প্রশাসনও। তবে তাদের তরফে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।