বিমানের চাকায় চেপে কাবুল ছাড়ার চেষ্টা, উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত ২

বিমানের চাকায় চেপে কাবুল ছাড়ার চেষ্টা, উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত ২

কাবুল:  তালিবানের দখলে আফগানিস্তান। ভয়ে কাবুল ছাড়তে বিমানবন্দরের হুড়োহুড়ি আফগান নাগরিকদের। বিমানে জায়না না পেয়ে চাকার উপরেই চড়ে বসেন কিছু যাত্রী৷ কেউ আবার জানলা দিয়ে বিমানে ওঠার চেষ্টা চলান৷ অন্যদিকে আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল দুই যাত্রীর৷ 

আরও পড়ুন- সংঘর্ষে ইতিমধ্যে মৃত ৫, তালিবান বলছে কাবুল শান্ত

সোমবার কাবুল বিমানবন্দরে রীতিমতো ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়৷ দেশ ছাড়ার হুড়োহুড়ি পড়ে যায়৷ তালিবানের হাত থেকে প্রাণ বাঁচাতে বিমানের চাকায় উঠে বসেছিলেন দুই জন যাত্রী৷ কিন্তু রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ছিটকে পড়েন তাঁরা৷ সোমবার দুপুরে এই মার্মান্তিক ঘটনাটি ঘটে৷ ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে৷ 

তালিবানি আতঙ্কে দেশ ছাড়তে ব্যস্ত আফগান নাগরিকরা৷ বিমানবন্দরের যে ছবি প্রকাশ্যে এসেছে তা থেকে স্পষ্ট কতটা ভয় গ্রাস করেছে গোটা আফগানিস্তানকে৷ যে কোনও উপায়ে তাঁরা কাবুল ছেড়ে বাইরে চলে যেতে চাইছেন৷ শুধু আফগানিস্তানের বাসিন্দারাই নন, আফগানিস্তানে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকরাও কাবুল ছাড়তে মরিয়া৷ তাঁরাও নিজ নিজ দূতাবাসের সাহায্যে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছে৷ বাসে ওঠার মতো বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন তাঁরা৷

আরও পড়ুন- ২০ বছর পিছিয়ে গেল দেশ, আফগানিস্তান আবার ফিরল তালিবানের হাতে 

রবিবার দুপুরে তালিবানরা কাবুল কব্জা করার পর থেকেই বিমানবন্দরে ভিড় জমতে শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর গুলিও ছোড়ে মার্কিন সেনা। কিন্তু তবুও ভিড় রোখা যায়নি৷ একই মধ্যে ঘটে এই মার্মান্তিক ঘটনা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eleven =