Aajbikel

ছ'জনের সিট সরিয়ে বিমানে উঠলেন তিনি, প্রথম আকাশ সফর বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার!

 | 
লম্বা মহিলা

কলকাতা:  তাঁর উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার স্বীকৃতি রয়েছে তাঁর ঝুলিতেই। গত সেপ্টেম্বর মাসে প্রথমবার বিমান সফর করেন বছর ২৪ এর ওই তরুণী৷ টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে সান ফ্র্যান্সিস্কো পৌঁছন রুমেসা গেলগি৷ তবে আর পাঁচ জনের মতো সেই সফর ছিল না৷ এর জন্য বেশ কসরৎ করতে হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষকে৷ তিনি যাতে আরামে যাত্রা সম্পূর্ণ করতে পারেন, সেজন্য ফ্লাইটের ছয়টি ইকোনমি সিট সরিয়ে দেওয়া হয়৷ সেখানে রাখা হয় তাঁর স্ট্রেচার৷ হাসি মুখে তাঁর দেখভাল করেন বিমানসবিকারাও৷ কর্তৃপক্ষের সহযোগিতায় নির্বিঘ্নে ১৩ ঘণ্টার যাত্রাপথ অতিক্রম করেন বিশ্বের দীর্ঘতম নারী৷

আরও পড়ুন- 'ভারতবাসী আমার পা ধুয়ে জল খেয়েছে', দাবি নোবেলের


ছোটবেলাতেই উইভার সিনড্রোম নামক বোন ওভারগ্রোথ অসুখে আক্রান্ত হন রুমেসা গেলগি৷ যার কারণেই এই অস্বাভাবিক বৃদ্ধি তাঁর৷ এখন ঠিক মতো চলাফেরাও করতে পারেন না৷ প্রয়োজন পড়ে হুইল চেয়ারের৷ বিমান সফরের ছবি শেয়ার করে তিনি লেখেন, "এটি আমার জীবনের প্রথম ফ্লাইট৷ তবে শেষ ফ্লাইট নয়। এবার থেকে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বিশ্বের বিভিন্ন জায়গায় যাব৷ এতে খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করব।" তাঁর যাত্রায় সহযোগী হওয়ায় বিমানের সব কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন গেলগি৷ 


সম্প্রতি সফটওয়্যার ডেভেলপমেন্টর উপর নিজের কেরিয়ার তৈরি করতে ক্যালিফর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এছাড়াও আগামিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে খবর৷ ২০১৪  সালের বিশ্বের সবচেয়ে লম্বা কিশোরী হিসেবে তাঁকে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ২০২১ সালে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মহিলার শিরোপাও পান তিনি। 

Around The Web

Trending News

You May like