তুরস্কের মতো ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা ভারত, আফগানিস্তা ও পাকিস্তানে! আশঙ্কা বিশেষজ্ঞের

তুরস্কের মতো ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা ভারত, আফগানিস্তা ও পাকিস্তানে! আশঙ্কা বিশেষজ্ঞের

কলকাতা:  ভয়াল ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া৷ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার পেরিয়ে গিয়েছে৷ আহতের সংখ্যা প্রায় ৭২ হাজার। চোখের পলকে তুরস্ক পরিণত হয়েছে মৃত্যুপুরীতে৷ তবে ভূমিকম্পের তিন দিন আগেই এই বিপর্যয়ের আঁচ পেয়েছিলেন ডাচ বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক হুগারবিটস। তাঁর আশঙ্কা ছিল, খুব শীঘ্রই কেঁপে উঠবে তুরস্ক ও সিরিয়ার মাটি৷ তেমনটা ঘটেওছে৷ এবার সেই বিশেষজ্ঞেরই দাবি, শীঘ্রই এমনই এক কম্পন অনুভূত হতে পারে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে! এই সতর্কবাণী তিন দেশের প্রশাসনের কপালের ভাঁজ আরও চওড়া করেছে৷ 

আরও পড়ুন- বিশ্বে ঘটে যাওয়া এই ৭ প্রলয় গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল

সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে ওই গবেষককে বলতে শোনা গিয়েছে, তিন দিন আগেই তিনি অনুমান করেছিলেন তুরস্ক ও সিরিয়ার উপর কী বিপর্যয় আসতে চলেছে। সেই সঙ্গেই তিনি আশঙ্কা প্রকাশ করেন, এবার ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভারত, আফগানিস্তান পাকিস্তানে৷  ভূমিসম্প হবে ভারত মহাসাগরের তলদেশেও। তবে এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফগানিস্তান। তবে তিনি বারবার বলেছেন,‘‘এ কথাটা মাথায় রাখতে হবে যে, এটা একেবারেই নিখাদ অনুমান। অধিকাংশ সময়ই বড় বড় ভূমিকম্প আগাম আভাস দিয়ে আসে না। ফলে সব সময় আগে থেকে বোঝা সম্ভব হয় না।”

গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়ার মাটি। বাতাসে মিশেছে মৃত্যুর ঘ্রাণ৷ ভারত সহ বিশ্বের একাধিক দেশ তুরস্ক ও সিরিয়ার উদ্দেশে ত্রাণ পাঠিয়েছে। সিরিয়ার জন্য ওষুধ পাঠিয়েছে দিল্লি। ভয়াল ভূমিকম্পের পরেই তুরস্কের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথা মাথায় রেখেই শুরু করা হয়েছে অপারেশন ‘দোস্ত’। তুরস্কে পৌঁছে উদ্ধারকাজে সামিল হয়েছে ভারত।