রোম: যে রোগগুলি নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের কোনও শেষ নেই, ঠিক সেই রোগগুলিতেই আক্রান্ত হলেন এক যুবক। ভয়ঙ্কর বিষয় হল, আলাদা আলাদা সময়ে নয়, একসঙ্গে একই সময়ে HIV, মাঙ্কিপক্স এবং করোনাতে আক্রান্ত হয়েছেন তিনি! বিজ্ঞানীদের মতে, এমন বিরল ঘটনা বিশ্বে প্রথমবার ঘটল। এর আগে এত ভয়ানকভাবে কাউকে কোনও রোগে আক্রান্ত হতে দেখা যায়নি। জানা গিয়েছে, যে যুবক এই তিন রোগে একসঙ্গে আক্রান্ত হয়েছেন তিনি ইটালির বাসিন্দা।
আরও পড়ুন: খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন
কী ভাবে এই মারাত্মক ঘটনা ঘটল? খবর মিলেছে, কিছুদিন আগে স্পেনে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে আসার পরেই এই তিন রোগে তিনি আক্রান্ত হন। সিসিলির ক্যাটানিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, কিছুদিন ধরেই ওই যুবকের কোভিডের উপসর্গ ছিল। আর স্পেনে গিয়ে তিনি নাকি অন্য এক পুরুষের সঙ্গে অসুরক্ষিত যৌনতায় লিপ্ত হন। ফিরে আসার পর তাঁর করোনা হলে সারা গায়ে র্যাশ বেরোতে শুরু করে। এতে বেশি সন্দেহ হয় চিকিৎসকদের। ওই যুবককে স্যান মার্কো বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পর একাধিক পরীক্ষা করা হয়। সেখানে ধরা পড়ে তিনি এইচআইভি ১ পজিটিভ। একই সঙ্গে র্যাশের জন্য মাঙ্কিপক্স টেস্ট করা হলে সেটাও পজিটিভ আসে। অর্থাৎ বোঝা যায় যে তিনি একসঙ্গে তিন রোগে আক্রান্ত।
চিকিৎসকরা বলছেন, অনেক সময়ই করোনা হলে মাঙ্কিপক্স হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু HIV হওয়া এত মামুলি বিষয় নয়। অবশ্যই ওই যুবকের ক্ষেত্রে বিষয়টি ভয়ঙ্কর হয়েছে বলেই স্পষ্ট জানান হয়েছে। তবে ওই যুবক আপাতত পর্যবেক্ষণেই আছে বলে জানা গিয়েছে।