Aajbikel

খাদ্য সঙ্কটে ভুগছে দেশ, কিম-কন্যার দিন কাটছে বিলাসব্যসনে

 | 
কিম জং উন

পিয়ংইয়ং: তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে উত্তর কোরিয়া। দেশবাসীর ন্যূনতম চাহিদা মেটানোর মতো খাদ্য মজুত নেই সরকারের কাছে। সিওলের দাবি, পরিস্থিতি এতটাই সঙ্গীন যে দুই দশকের মধ্যে প্রথমবারের মতো সেনা সদস্যদের রেশন কমাতে বাধ্য হয়েছে কিম প্রশাসন। দেশে খাবারের জন্য যখন হাহাকার, তখন রাষ্ট্রনায়ক কিম জং উনের মেয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)। 

আরও পড়ুন- ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা! কোন শহরে সরছে ইন্দোনেশিয়ার রাজধানী?

১৯৯০ সালের পর ফের একবার খাদ্য সঙ্কটে পড়েছে উত্তর কোরিয়া। অনাহারে প্রাণ হারিয়েছে বহু মানুষ৷ করোনার সময় থেকেই সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ৷ শস্য ভাণ্ডারে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা নূন্যতম চাহিদার থেকে অনেক নীচে৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সঙ্কটের মূলে রয়েছে প্রতিকূল আবহাওয়া, কূটনৈতিক দ্বন্দ্ব, সামরিক খাতে অতিরিক্ত ব্যয়৷ কয়েকদিন আগে এক জরুরি বৈঠকে এই সঙ্কটের কথা স্বীকার করে নিয়েছিলেন খোদ কিম। সেই সময় শস্য উৎপাদনের উপর অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। 


কিন্তু, জানা যাচ্ছে, দেশের পরিস্থিতি যাই হোক, কিম-কন্যার বিলাসবহুল জীবনযাপনে কোনও ছেদ পড়েনি৷ একটি রিপোর্টে জানা গিয়েছে, কিম-কন্যা জু-আই ঘোড়ার পিঠে চড়তে ভালোবাসেন। যা নিয়ে ভীষণভাবে আপ্লুত কিমও। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের বদলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা তিনি করেছেন পিয়ংইয়ংয়ের বাড়িতে। পড়াশোনার ফাঁকে সাঁতার কেটে, খেলাধুলো করে অবসর সময় কাটান তিনি। দেশের কঠিন পরিস্থিতির কোনও প্রভাবই ছুঁতে পারেনি তাঁকে৷ 


 

Around The Web

Trending News

You May like