ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা! কোন শহরে সরছে ইন্দোনেশিয়ার রাজধানী?

ক্রমশ সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা! কোন শহরে সরছে ইন্দোনেশিয়ার রাজধানী?

নয়াদিল্লি: সঙ্কটের সম্মুখীন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এই সঙ্কট কোনও রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, এই সঙ্কট প্রাকৃতিক। ক্রমশ সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে এই শহর। বিপদের সঙ্কেত মিলতেই তড়িঘড়ি দেশের অন্যত্র রাজধানী সরিয়ে ফেলার তোড়জোড় শুরু করল সে দেশের প্রশাসন। জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৭ অগাস্ট ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর উদ্বোধন করা হবে। ওই দিনই ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস৷

আরও পড়ুন- ভয়ঙ্কর বিস্ফোরণ বাংলাদেশে, ঘটনাস্থলেই মৃত ৭, আহত শতাধিক

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর, বোর্নিও শহরে তৈরি হচ্ছে দেশের নতুন রাজধানী। জাকার্তা থেকে যার দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার৷ ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন। তবে পুরো কাজ শেষ হতে বেশ কয়েক বছর সময় লেগে যাবে৷ ২০৪৫ সালের অগাস্ট মাসের আগে সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হবে না বলেই প্রশাসনির সূত্রে খবর। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। এই শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। তা ছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে ক্রমশ শহরটি বসে যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, ২০৫০ সালের মধ্যে শহরের এক তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যাবে আশঙ্কা৷

বিপদের আঁচ মিলতেই রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় জাকার্তা সরকার৷ ইতিমধ্যই বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে৷ আপাতত সেখানে দেশের আমলাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে৷ নিরাপত্তা জনিত কারণে এই মুহূর্তে সকলকে নতুন শহরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে বোর্নিওতে ঢোকার অনুমতি পেয়েছিল সংবাদ সংস্থা এপির একটি প্রতিনিধি দল৷ ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে খবর নতুন শহরের মধ্যিখানে অন্তত ৬০ শতাংশ এলাকা জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর চান, নতুন রাজধানীর নাম দেওয়া হোক ‘নুসানতারা’। তবে নতুন রাজধানী নিয়ে প্রমাদ গুনছেন পরিবেশবিদরা৷ তাঁদের আশঙ্কা, অরণ্যে ঘেরা বোর্নিওতে রাজধানী স্থানান্তর করা হলে বহু গাছ কাটা পড়বে। এর ফলে পরিবেশের ভারসামান্য বিঘ্নিত হতে পারে৷ বিপদের মুখে পড়বেতে হবে বেশ কিছু বনজীবী উপজাতি গোষ্ঠীকে।

একই রকম আতঙ্ক রয়েছে শহর কলকাতাকে ঘিরেও৷ বিজ্ঞানীদের একাংশের আশঙ্কা, আজ থেকে প্রায় ৮০ বছর পর জলায় তলায় তলিয়ে যাবে আমাদের তিলোত্তমা৷ গবেষণায় দেখা গিয়েছে, এই শতকে সমুদ্র স্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যা কলকাতা সহ এশিয়া মহাদেশের বেশকিছু শহরকে বিপদের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে৷ গবেষণাপত্রে এই আশঙ্কার কথা প্রকাশ পেতেই সিঁদুরে মেঘ দেখছে শহরবাসী৷ যেখানে বলা হয়েছে, ২১০০ সালের মধ্যে অকল্পনীয় ঝুঁকির সম্মুখীন হতে চলেছে কলকাতা, চেন্নাই সহ সমুদ্র কূলবর্তী এশিয়ার বেশ কিছু শহর। এই গবেষণাপত্রটি নেচার ক্লাইমেট চেঞ্জে প্রকাশিত হয়েছে।