ভয়ঙ্কর বিস্ফোরণ বাংলাদেশে, ঘটনাস্থলেই মৃত ৭, আহত শতাধিক

ভয়ঙ্কর বিস্ফোরণ বাংলাদেশে, ঘটনাস্থলেই মৃত ৭, আহত শতাধিক

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে বিরাট বিস্ফোরণের ঘটনা ঘটল। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মারা গিয়েছে ৭ জন, আহত ১০০-র বেশি। তবে মৃত্যুর সংখ্যা যে বাড়তেই পারে তার আশঙ্কা এখন থেকেই করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে গুলিস্তানের ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ (বিআরটিসি)-এর বাস কাউন্টারের পাশে এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর। 

আরও পড়ুন- দাদা যেন ‘ডন’! মোনা ডার্লিং-এর সঙ্গে এ কি করছেন সৌরভ?

ঢাকা পুলিশ সূত্রে খবর, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। তা থেকেই এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান, কোনও জঙ্গি গোষ্ঠীই এই কাণ্ড ঘটিয়েছে তবে তারা কারা সে ব্যাপারে এখনও জানা যায়নি। অন্যদিকে, কোনও জঙ্গি গোষ্ঠীও এই হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি। পুলিশ দাবি করেছে, এত পরিমাণ বিস্ফোরক ছিল যে তা কোনও জঙ্গি সংগঠনের হবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ এই বিস্ফোরণ ঘটেছে।