দোহা: আফগানিস্তান দখল নেওয়ার পর তালিবান প্রথম থেকেই ভারতের প্রতি নরম মনোভাব রেখেছে। প্রথম থেকেই তারা ভারতের সঙ্গে আলোচনার কথা বলেছিল কিন্তু ভারত এতদিন আফগান পরিস্থিতির উপর নজর রাখছিল শুধু। যদিও তালিবানের সঙ্গে ভারতের বৈঠক হতেই হত কারণ সেখানে সরকার গঠন করছে তারা। সেই প্রেক্ষিতে অবশেষে আজ ভারত এবং তালিবান নেতৃত্ব মুখোমুখি হল কাতারের রাজধানী দোহায়। এই বৈঠকে তালিবানকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- আফগান সীমান্তে জঙ্গি হামলা, ক্রমাগত বিস্ফোরণ! নিহত পাক-সেনা
জানা গিয়েছে, দোহারের ভারতীয় দূতাবাসে তালিবানের ভারপ্রাপ্ত নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাইয়ের সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। সেখানে তালিবানকে স্পষ্ট বার্তা দিয়ে ভারত জানিয়ে দিয়েছে যাতে আফগানিস্তানের জমি ভারত বিরোধী কোন কাজে ব্যবহৃত না হয়। এর পাশাপাশি আফগানিস্তানের আটকে থাকা ভারতীয় এবং সংখ্যালঘুদের ভারতে ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর, যা নিয়ে তালিবান ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এই বৈঠক শেষে তালিবান জানিয়েছে এতে তারা ভারতের বক্তব্যকে গুরুত্ব দেবে এবং আলোচ্য বিষয়গুলো বিবেচনা করা হবে। তাৎপর্যপূর্ণ ব্যাপার, আজই আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়া হয়েছে। আর আজকেই কাতারে ভারতের সঙ্গে বৈঠক করল তালিবান।
আরও পড়ুন- আফগানিস্তানে তালিবানকে ‘পথ দেখাক’ আন্তর্জাতিক দুনিয়া, আমেরিকাকে আর্জি চিনের
আফগানিস্তান থেকে সম্পূর্ণ ভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা৷ সোমবার আফগানিস্তান থেকে ওড়ে আমেরিকার শেষ বিমান৷ আর মার্কিন বাহিনী দেশ ছাড়তেই স্বাধীনতা ঘোষণা করে তালিবান৷ শূন্যে মুহুর্মুহু গুলি চালিয়ে চলে উল্লাস৷ আকাশে আতসবাজি ফাটিয়ে স্বাধীনতা উদযাপন করে তালিবানরা৷ ২০ বছর আগে এই তালিবানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী৷ বাইডেন জমানায় সেই যুদ্ধের সমাপ্তি ঘটল৷ তালিবান আগেই জানিয়েছিল ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে হবে৷ এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে উদ্ধার কাজ৷