বেজিং: আমেরিকা সহ আন্তর্জাতিক মহলের উচিত আফগানিস্তানে তালিবানদের ‘পথ দেখানো’৷ আর্থিক ও মানবিক ভাবে পাশে দাঁড়ানো৷ আফগান মুদ্রার অবমূল্যায়ন বন্ধ করা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। এমনই মন্তব্য করলেন চিনের স্টেট কাউন্সিলার এবং বিদেশমন্ত্রী ওয়াং ই৷
আরও পড়ুন- পিছনে বন্দুকধারী তালিবান! সঞ্চালক বলছেন আফগানিস্তানে ভয় নেই!
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মার্কিন বিদেশসচিবের সঙ্গে ফোনে কথাও হয়েছে চিনের বিদেশমন্ত্রীর৷ ‘আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক আমেরিকা,’ মার্কিন বিদেশ সচিবকে সে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী। ব্লিনকেনের সঙ্গে ফোনে কথোপকথনের সময় ওয়াই বলেন, ‘‘আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নে আমেরিকার উচিত আফগানিস্তানকে সন্ত্রাসবাদ এবং হিংসা দমনে সাহায্য করা৷’’
আরও পড়ুন- বিস্ফোরণের রেশ কাটার আগেই একের পর এক রকেট হামলা কাবুল বিমানবন্দরে
ওয়াং ব্লিংকেনকে সতর্ক করে বলেন, দ্রুত আন্তর্জাতিক সেনাবাহিনী প্রত্যাহারে জঙ্গি গোষ্ঠীগুলিকে “পুনরায় সংগঠিত হতে এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে” সাহায্য করবে৷ ওয়াং আরও বলেন, “বিশেষ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে আফগানিস্তানকে জরুরিভাবে প্রয়োজনীয় অর্থনৈতিক, জীবনধারণ ও মানবিক সহায়তা প্রদান করতে হবে৷ নতুন আফগান রাজনৈতিক পরিকাঠামোয় সরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায়, সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করতে হবে।
ব্লিংকেন ওয়াংকে বলেন যে, ওয়াশিংটন বিশ্বাস করে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) “স্পষ্ট এবং সংহত কণ্ঠে” কথা বলা উচিত৷ ব্লিনকেন আরও বলেন, তালিবানও বলেছে যে আফগান ভূখণ্ড সন্ত্রাসী হামলার আস্তানা বা সন্ত্রাসের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না।