দৈর্ঘ্য ৯৮ ফুট! ম্যাপে ধরা পড়ল বিরাট সাপের ‘কঙ্কাল’

দৈর্ঘ্য ৯৮ ফুট! ম্যাপে ধরা পড়ল বিরাট সাপের ‘কঙ্কাল’

প্যারিস: সাপকে ভয় পান না এমন মানুষ হয়তো কম আছে। কিন্তু যারা ভয় পান না, তারাও হয়তো এই সাপকে ভয় পেতেনই। কারণ এই সাপের দৈর্ঘ্য ৯৮ ফুট! তবে এই সাপ জ্যান্ত নয়, কঙ্কাল। আজ্ঞে হ্যাঁ। বিশালাকায় সাপের একটি ‘কঙ্কাল’কে ঘিরে এখন শোরগোল শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। গুগল ম্যাপে ধরা পড়েছে এই সাপের ‘কঙ্কাল’, যা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। ফ্রান্সের একটি জলাশয়ের ওপর দিয়ে এই সাপের কঙ্কাল চলে গিয়েছে। প্রথমে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ছবিটি ভাইরাল হয়। এটা কী সাপ? কবে দেখা মিলত এই সাপের? একাধিক প্রশ্ন এখন ইতিউতি।

আরও পড়ুন- সৌরঝড় কী? পৃথিবীর উপর এর প্রভাব কতখানি?

যে টিকটক অ্যাকাউন্ট থেকে এই সাপের ‘কঙ্কাল’ ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছে এটি ‘টাইটানোবোয়া’ প্রজাতি। কিন্তু এই প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবী থেকে। তাহলে এটি এল কোথা থেকে? এত বছর পর কি তার ‘কঙ্কাল’ আবিষ্কৃত হল? গুগল ম্যাপের মাধ্যমে ধরা পড়া এই সাপের ব্যাপারে আসল তথ্য ইতিমধ্যেই জানা গিয়েছে। যে সাপের ‘কঙ্কাল’-এর ছবি ভাইরাল হয়ে গিয়েছে সেটি আদতে কোনও আসল কঙ্কাল নয়। স্থাপত্য, ধাতব একটি ভাস্কর্য। এর নাম ‘লা সার্পেন্ট ডি’অপশন’। ফ্রান্সের পশ্চিম উপকূলে রয়েছে এই শিল্প কর্ম। অ্যাটলাস অবসকিউরা-র প্রতিবেদন অনুযায়ী, এই ভাস্কর্যটি তৈরি করেছেন হুয়াং ইয়ং পিং, ২০১২ সালে এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *