Aajbikel

মৃত্যু আপাতত ৫৬, আহত ৭০০! ভয়ঙ্কর কম্পনে স্ত্রস্ত এই দেশ

 | 
indo

জাভা: ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের জেরে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৭০০ জনের অধিক। জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্প যেখানে হয়েছে সেখানের অর্ধেক বাড়ি, দোকান সবকিছু ভেঙে গিয়েছে। রাস্তায় ফাটল থেকে শুরু করে গোটা এলাকা প্রায় তছনছ। মৃতের সংখ্যা যে পরে আরও বাড়তে পারে তা এখন থেকে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- প্রথমবার মুখোমুখি সাক্ষাৎ মোদী-সুনাকের, কী কথা হল 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল পশ্চিম জাভার সিয়ানজুরে। ইতিমধ্যেই কয়েকশো বাড়ি ভেঙে পড়েছে বলেও খবর মিলেছে। ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে অনেকে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে আগাম আশঙ্কাবার্তা দিয়েই দেওয়া হয়েছে যে, মৃত্যুর হার বাড়বে। কারণ এখনও অনেক মানুষ ভেঙে পড়া বাড়ির তোলায় চাপা পড়ে আছে বলেই অনুমান। আর উদ্ধারকাজ শেষ হওয়া পর্যন্ত যে তাদের বাঁচানো যাবে না, সেটাও আন্দাজ করা যায়।

এই মুহূর্তে ওই প্রদেশের রাস্তায় ত্রিপল টাঙিয়ে একের পর এক মৃতদেহ রাখা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছে পরপর মৃতদেহ। এদিকে বাইকে, ট্রাকে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Around The Web

Trending News

You May like