ইস্তানবুল: ভয়ানক ভূমিকম্প হয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। ঘটনার অনেকদিন কেটে যাওয়ার পরেও চলছে উদ্ধারকাজ এবং ধ্বংসস্তূপ থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। তারই মধ্যে উদ্ধার হল চেলসি এবং নিউক্যাসেল ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর। তুরস্কে নিজের বাড়ির ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে আতসুর মৃতদেহ। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফুটবলারের এজেন্ট। ভূমিকম্পের ১১ দিন পর উদ্ধার হয়েছে ঘানার এই ফুটবলারের দেহ।
আরও পড়ুন- ২৪৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে! উদ্ধারের পর চোখ খুলল কিশোরী
ঘানার হয়ে ৬৫ ম্যাচে ১০ গোল করা এই ফুটবলার তুরস্কের সুপার লিগের ক্লাব হাতায়স্পরে যোগ দেওয়ার আগে খেলতেন সৌদি আরবের ক্লাব আল-রিয়াদে। কেরিয়ারের শুরুতে চেলসি এবং নিউক্যাসেল ইউনাইটেডে দাপিয়ে খেলেছেন তিনি। ২০২২ সালে তুরস্কের ক্লাবে যোগ দেন এবং দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশের একটি ১২ তলা আবাসনে থাকতে শুরু করেন। তবে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এতদিন পর তাঁরই আবাসনের ধ্বংসস্তূপের নীচ থেকে আতসুর প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে হাতায়স্পরে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরও ভূমিকম্পের পর থেকে নিখোঁজ বলেই খবর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প তুরস্কে? Is Turkey earthquake deadliest in this century?” width=”560″>
তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের কবলে পড়ে এখনও পর্যন্ত ৪১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা কয়েক হাজার পেরিয়েছে। এছাড়া লক্ষাধিক মানুষ গৃহহীন, বিভিন্ন ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় প্রবল ভূমিকম্প হয়৷ যা দুই দেশের সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলকে নাড়িয়ে দিয়ে যায়। রিখটার স্কেলে পর পর দুটি ম্পনের তীব্রতা ছিল ৭.৮ এবং ৭.৬৷ এর পর কয়েক হাজার আফটার শক হয়েছে৷