ইস্তানবুল: তুরস্ককে এখনও মৃত্যুপুরী বলা যাবে। সেদিকেই তাকানো হোক বাড়ি, হোটেল ভেঙে পড়ে আছে। ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও মাঝে মাঝে বের করা হচ্ছে লাশ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গিয়েছে সেখানে। তবে উদ্ধারকারীরা জীবিত কিছু মানুষকেও উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই রকমই একজন হল ১৭ বছরের কিশোরী। বিপর্যয়ের ২৪৮ ঘণ্টা পরে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সে কী ভাবে বেঁচে আছে এটাই সবথেকে বড় প্রশ্ন।
আরও পড়ুন- দ্রুত বৃদ্ধি পাচ্ছে ‘মারবার্গ’ ভাইরাসের সংক্রমণ, সতর্কবার্তা দিল WHO
স্থানীয় সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে একটি বিল্ডিংয়ের আশেপাশে খোঁজ চালাচ্ছিল উদ্ধারকারী দল। শুরু থেকে কোনও শব্দ পাওয়া যায়নি। কিন্তু আচমকা কিছুর শব্দ ওই ধ্বংসস্তূপের তলা থেকে বেরিয়ে আসে। সেই প্রেক্ষিতেই উদ্ধারকাজে হাত লাগানো হয়। শেষে ‘মিরাকেল’ভাবে ওই কিশোরীকে উদ্ধার করা গিয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে সে ভালো আছে এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তবে সে কী করে প্রাণে বাঁচল তা ভেবে বিস্মিত সকলে। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে জীবনের আনন্দ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ফের ভূমিকম্প হতে পারে তুরস্কে? Is another major earthquake likely in Turkey?” width=”560″>
১০ দিন আগে তুরস্ক এবং সিরিয়ায় বিরাট ভূমিকম্পের শুরু হয়েছিল। পরপর বেশ কয়েকটি কম্পন হয়েছে বিগত দিনগুলিতে। এখনও হালকা হলেও আফটার শক হচ্ছে। অন্যদিকে আবার বন্যায় প্লাবিত তুরস্কের একটি বড় প্রদেশ। সব মিলিয়ে বিভীষিকার শেষ নেই দেশের মানুষের। ইস্কেন্দেরুন প্রদেশে বন্যা হয়েছে এবং ভূমিকম্পের পর সেই অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ২০০ মিটার বেড়ে গিয়েছে। যার জেরে বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়েছে।