মধ্যরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, মৃত ৬, কাঁপল দিল্লিও

মধ্যরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, মৃত ৬, কাঁপল দিল্লিও

 কাঠমান্ডু: ফের ভয়াবহ ভূমিকম্প নেপালে।   মঙ্গলবার মধ্যরাতে কেঁপে ওঠে ড্রাগন ভূমি। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের পর্শবর্তী বেশ কয়েকটি এলাকাতেও৷ ভূমিকম্পের জেরে নেপালে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে৷  দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার অফ নেপাল-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে  পর পর তিন বার কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের জেরে ঘর বাড়ি ভেঙে পড়ে৷ মৃত্যু হয় ছয় জনের। 

আরও পড়ুন- ছ’জনের সিট সরিয়ে বিমানে উঠলেন তিনি, প্রথম আকাশ সফর বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার!

সংবাদ সংস্থা সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় নেপালের ডোটি জেলায় তিন বার কম্পন অনুভূত হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহু বাড়ি৷ নেপালের পূর্বিচৌকি গ্রামের এক স্থানীয় আধিকারিক জানান, ভূমিকম্পে বাড়ি ঘর ভেঙে মৃতের পাশাপাশি আহতের সংখ্যাও বহু।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, মঙ্গলবার রাত দুটো নাগাদ নেপালের মণিপুরে তীব্র কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। এনসিএস-র দাবি, মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই ভূমিকম্পের ধাক্কা উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও টের পাওয়া গিয়েছে৷ তবে তা কয়েক সেকেন্ডের জন্য। দিল্লি ও সংলগ্ন এলাকা ছাড়াও উত্তরপ্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে৷ 

মঙ্গলবার সকালেও  কেঁপে উঠেছিল নেপালের মাটি। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রাত ৯টা নাগাদ ফের একবার কেঁপে উঠে নেপাল। তখন কম্পনের মাত্রা ছিল ৪.৯। সেটির উৎসস্থল ছিল নেপাল সীমান্তের কাছে ১০ কিলোমিটার গভীরে। পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের তীব্র কম্পনে লন্ডভন্ড পড়শি দেশ নেপাল৷