ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত বহু, তবে বাড়ি থেকে বেরনো নিষেধ এই দেশে!

ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত বহু, তবে বাড়ি থেকে বেরনো নিষেধ এই দেশে!

বেজিং: করোনা গ্রাসে এখনও রয়েছে চিন এবং তারই মধ্যে ভয়ানক ভূমিকম্প হয়েছে সেখানে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে ৪৬ জনের। জানা গিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এই কম্পন অনুভূত হয় সোমবার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তার তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৪০ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু চিনের কোভিড বিধির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি! প্রশ্নের মুখে পড়েছে দেশের প্রশাসনিক ভূমিকা।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলায় CBI দফতরে হাজির বেলেঘাটার বিধায়ক পরেশ পাল

কার্যত যে জায়গায় এই কম্পন হয়েছে সেখানে করোনার কারণে লকডাউন চলছে। তাই বিধি অনুযায়ী সেখানকার মানুষের বেরনো নিষেধ বাড়ি থেকে। আর ভূমিকম্প হলেও সেই নিয়ম মানতে বাধ্য হচ্ছে তারা। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, প্রবল কম্পন হওয়া সত্ত্বেও একটি বাড়ি থেকে কাউকে বেরতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র কোভিড বিধির কারণে। তথ্য বলছে, কম্পনের ভরকেন্দ্র ছিল লুডিং শহরে। যা চেংডু থেকে ২২৬ কিলোমিটার দূরে অবস্থিত। এই ভূমিকম্পে অন্তত ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান হয়েছে বেজিং সরকারের পক্ষ থেকে।

আপাতত চলছে উদ্ধারকাজ এবং জানা গিয়েছে ক্ষতিগ্রস্থ বিল্ডিংগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছে অন্তত ১ হাজার সেনা। ত্রাণ শিবির তৈরি করে সরকারের তরফে পাঠানো হচ্ছে খাবার, কম্বল, তাঁবু। কিন্তু অনেক জায়গা থেকে অভিযোগ আসছে যে, অনেককেই শুধুমাত্র কোভিড বিধির কারণে বেরতে দেওয়া হচ্ছে না। আবাসন বা বাড়ির বাইরে পিপিই কিট পরে বাধা দেওয়া হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =