কোভিডে আক্রান্ত ১০ কোটিরও বেশি, মৃত্যুও বিশ্বের মধ্যে সর্বাধিক এই দেশে

কোভিডে আক্রান্ত ১০ কোটিরও বেশি, মৃত্যুও বিশ্বের মধ্যে সর্বাধিক এই দেশে

নিউইয়র্ক: কোভিড গিয়েও আর যাচ্ছে না। ফিরে ফিরে আসছে সে বারবার। বিষয়টা অনেকটা এমনই। ২০১৯ সালের পর থেকে বিশ্বে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা জন্য দায়ী এই ভাইরাস। এখন অনেকটা সময় পেরিয়ে গেলেও তার আতঙ্ক রয়েছে এবং আগামী দিনেও যে থাকবে না তাও স্পষ্ট নয়। এই আবহে আমেরিকা সম্পর্কে বড় তথ্য সামনে এল। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় দাবি করেছে, এখনও পর্যন্ত আমেরিকায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১০ কোটিরও বেশি মানুষ। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১১ লক্ষ মানুষের, যা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।

আরও পড়ুন- ৩ মাসে সংক্রমিত হতে পারে ৬০%! ফের করোনা বিস্ফোরণের আশঙ্কা

এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে জানা গিয়েছে, চিনের করোনা স্থিতি আবার বদলেছে। সংক্রমণ এবং মৃত্যু আগের মতো বাড়ছে। কোভিড বিধি নতুন করে লাগু করা হয়েছে সেখানে। আমেরিকাও যে এই বিষয়টিকে ভয় পাচ্ছে তা বললে ভুল হবে না। পরিসংখ্যান বলছে, করোনায় সারা বিশ্বে যা সংক্রমিত হয়েছে, তার ১৫ শতাংশই আমেরিকার। আর গোটা বিশ্বের মধ্যে ১৬ শতাংশ করোনায় মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে ক্যালিফর্নিয়া, তারপর টেক্সাস এবং ফ্লোরিডা।

শেষ এক বছরে সে দেশে কতটা ভয়ঙ্কর হয়েছে কোভিড? তথ্য বলছে, ২০২১ সালের ডিসেম্বরে আমেরিকায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৫ কোটি। আর এই মুহূর্তে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ১০ কোটি। তার অর্থ, এক বছরে আরও ৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seventeen =