Aajbikel

৩ মাসে সংক্রমিত হতে পারে ৬০%! ফের করোনা বিস্ফোরণের আশঙ্কা

 | 
করোনা

উহান: ২০১৯ সালের ডিসেম্বর মাসের পর থেকে বিশ্বের মানুষের জীবনে যা যা ঘটনা ঘটেছে তার জন্য চিনকেই সকলে দায়ী করে। কারণ সেই দেশ থেকেই প্রথম ছড়িয়ে পড়েছিল নোভেল করোনাভাইরাস। মাঝে কী কী হয়েছে তা বিস্তারিত বলার দরকার এখন পড়ে না। সমস্ত শঙ্কা, দুঃখ, বেদনা কাটিয়ে উঠে এখন বিশ্ব অনেক বেশি স্বাভাবিক হয়েছে। কিন্তু এই সময়েই আবার আশঙ্কার মেঘ নিয়ে এল সেই চিন। কারণ সেখানে নতুন করে আবার ভয়ানক রূপ নিচ্ছে করোনা। এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক তথ্যে।

আরও পড়ুন- এফআইআর ছাড়াও শুভেন্দুকে গ্রেফতার করা যায়, উদাহরণ আমি নিজে! মন্তব্য কুণালের

কিছুদিন আগেই চিনে শিথিল হয়েছিল কোভিড বিধি। কিন্তু তার মধ্যেই আবার নতুন করে ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা রোগীর কথা ভেবে হাসপাতালগুলিতে শয্যা বাড়ানো হচ্ছে। এও খবর এসেছে, গত কয়েক দিনের মধ্যে একাধিক মৃত্যুও হয়েছে করোনায়। তাই ভয় আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশ্লেষকদের মত, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। নতুন এই ঢেউয়ে আগামী তিন মাসের মধ্যে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চিনের হাসপাতালগুলিতে করোনা রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে বলে খবর।

বিশেষজ্ঞদের একাংশ এও মনে করছে যে, টিকা না নেওয়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে। কারণ, দেশের অর্ধেক মানুষ এখনও করোনা টিকা নিয়ে উঠতে পারেননি। তাই সংক্রমণ আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে মৃত্যুও যে বাড়বে তা বলাই বাহুল্য। 

Around The Web

Trending News

You May like