গ্রেফতার হতে পারেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন!

গ্রেফতার হতে পারেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন!

মস্কো: ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে রাশিয়া। দীর্ঘ সময় পরেও এটা বলা সম্ভব হচ্ছে না যে এই যুদ্ধ কবে সম্পূর্ণ থামবে। ইউক্রেন আপাতত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদিও তারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেনি। এই অবস্থায় দাঁড়িয়ে এবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল! তবে ইউক্রেনের কোনও আদালত নয়, তা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। 

আরও পড়ুন- খাদ্য সঙ্কটে ভুগছে দেশ, কিম-কন্যার দিন কাটছে বিলাসব্যসনে

ভ্লাদিমির পুতিনকে কেউ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে! এই দৃশ্য পৃথিবীর কোনও মানুষ কল্পনাও হয়তো করতে পারে না। কিন্তু তাঁর বিরুদ্ধে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপাতত দেখাতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু তারা ঠিক কী অভিযোগ করেছে পুতিনের বিরুদ্ধে? জানা গিয়েছে, আদালত মনে করেছে, রুশ প্রেসিডেন্ট যুদ্ধোপরাধী। তিনি ইউক্রেন থেকে বেআইনিভাবে শিশুদের রাশিয়ার নির্বাসনে পাঠিয়েছেন। এই কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের তরফে। কিন্তু আদতে কি তারা পুতিনকে গ্রেফতার করতে পারেন বা পারবেন?