খোঁজ নেই বাবা-মায়ের, কাবুল বিমানবন্দরে একা পড়ে রইল শিশু

খোঁজ নেই বাবা-মায়ের, কাবুল বিমানবন্দরে একা পড়ে রইল শিশু

কাবুল: সারা বিশ্ব হতবাক নজরে দেখছে আফগানিস্তানের হাহাকার৷ তালিবানের তাণ্ডবে কাবুল জুড়ে আর্তনাদ৷ প্রাণ বাঁচানোর মরিয়া তাগিদ৷ অশান্ত শহরের মানুষ যখন শেষ সম্বল বুকে আকড়ে দেশ ছেড়ে পালাচ্ছে, তখন বিমানবন্দরে একা পড়ে কাঁদছে একটি সদ্যোজাত৷ পরিত্যক্ত শিশুটির অবিরাম কেঁদে চলার এই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে৷ 

আরও পড়ুন-  অন্ধকার নেমে আসছে আফগানি মহিলাদের জীবনে, শ্বাস নেওয়াও যেন পাপ

তালিবান কাবুল কব্জা করার পর থেকেই বদলে গিয়েছে আফগানিস্তানের চিত্র৷ মানুষ চাইছে যে ভাবে হোক দেশ ছেড়ে পালাতে৷ বিমান বন্দরে মানুষের হুড়োহুড়ি, ঠেলাঠেলি৷ এই জনজোয়ারেই হয়তো বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একরত্তি৷ সকলে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত৷ কারও কানেও গেল না ছোট্ট শিশুর কান্না৷ কানে গেলেও কোলে তুলে নেওয়ার মতো খুঁজে পাওয়া গেল না একজনকেও৷ তার বাবা-মা কোথায়, তা এখনও জানা যায়নি৷ 

এই একরত্তির করুন ভিডিয়ো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আফগানিস্তানের পরিস্থিতি৷ কী ভাবে যেন এক ঝটকায় ফের ২০ বছর পিছিয়ে গেল দেশ৷ সেই তালিবানি রক্ত চক্ষু৷ সেই অত্যাচার৷ তালিবান বদলের কথা বললেও, আরও একবার আফগানিস্তানের মানুষের জীবন যে দুর্বিষহ হতে চলেছে সে বিষয়ে তাঁরা একপ্রকার নিশ্চিত৷ 

আরও পড়ুন- প্রাণে বাঁচতে একটি বিমানে ৬০০-র বেশি আফগানি! দৃশ্য চমকে দেবে

এদিকে ওই শিশুটিকে উদ্ধার করে বিমানবন্দর কর্মীরা৷ তবে তার বাবা-মায়ের খোঁজ মেলেনি৷ বিমানবন্দর কর্মীদের অনুমান, ভিড়ের মধ্যে হুড়োহুড়ি করতে গিয়েই শিশুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ হয়তো তার বাবা মা এতক্ষণে অন্য কোনও দেশে পৌঁছে গিয়েছেন৷ তবে এই ছবিটি ২০১৫ সালে সিরিয়ার যুদ্ধে ক্রন্দনরত শিশুর স্মৃতি যেন আরও একবার উস্কে দিল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =