নাটকীয় ভাবে কমছে! কোভিডের শেষ কি দেখতে পাচ্ছে ‘হু’

নাটকীয় ভাবে কমছে! কোভিডের শেষ কি দেখতে পাচ্ছে ‘হু’

a535ad2c1b166c7e55ddf105e0d44647

জেনেভা: ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বর, করোনা ভাইরাস বলতে গেলে একই রকম ত্রাস সৃষ্টি করে রেখেছে মানব জীবনে। মাঝে সংক্রমণ অনেক মাত্রাতেই কমেছে কিন্তু নির্মূল হয়নি। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে একাধিক রিপোর্ট এও বলেছে যে মৃত্যুহারও কমতে শুরু করেছে বিশ্বজুড়ে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেকবারই দাবি করেছে যে, অতিমারি শেষ হতে দেরী, আরও অনেক ভাইরাস আতঙ্ক সৃষ্টি করতে পারে। এবার সেই ‘হু’ দিল আশার বাণী। দাবি করা হল, বিশ্বজুড়ে নাটকীয়ভাবে কমে আসছে করোনা সংক্রমণ। তাহলে কি অতিমারি শেষের পথে?

আরও পড়ুন: খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, করোনার শেষ দেখা যাচ্ছে। তবে তাঁর এও সতর্কতা, কমছে মানে এই নয় যে কমে গিয়েছে। অতিমারি শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে। তাই মানুষকে সচেতন থাকতেই হবে। কারণ নিয়মের বেড়াজাল টপকালে মুহূর্তের মধ্যেই পরিস্থিতির বদল ঘটে যেতে পারে। যে অতিমারি শেষের পথে আছে, তা আবার আগের মতো পথ বদল করে ফেলতেই পারে। তাই এখনই শিথিলতা দেখানো উচিত নয় বলেই পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও কিছু দিন আগে পর্যন্ত এই ‘হু’ অন্যান্য ভাইরাসের কথা জানিয়েছিল। বলা হয়েছিল, করোনার ভিন্ন রূপ ছাড়াও বিভিন্ন নতুন ভাইরাসের উদ্ভব ঘটছে তা ভয়ের। তবে এখন তারা আশার আলোই দেখাচ্ছে।

এরই মধ্যেই বিজ্ঞানী মহলের একাংশ দাবি করেছে যে, যে কোনও সময়ে আরও একটি অতিমারি এসে পড়তে পারে। ঠিক এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন জীবাণু থেকে কোন রোগ আসবে। সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনও ধারণা তৈরি হয়নি। তাই যে আশঙ্কা তারা করছেন তাকেই ‘ডিজিজ এক্স’ নাম দেওয়া হয়েছে। এটির আকার কোনও অংশে কোভিডের চেয়ে কম হবে না, এমন দাবি অবশ্য করা হচ্ছে এখন থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *