Aajbikel

কী ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, কী ভাবেই বা শেষ, ছবি দিয়ে দেখালেন ‘টাইম ট্র্যাভেলার’

 | 
তৃতীয় বিশ্বযুদ্ধ

কলকাতা:  রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে মাথাচাড়া দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বহুবার বহু ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চর্চা চলেছে৷ ইউক্রেনের মাটিতে যেভাবে রুশ বাহিনী আক্রমণ হেনেছে এবং তার অভিঘাতে পশ্চিমী দেশগুলি পুতিনের উপর যেভাবে রুষ্ট, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিতান্ত অমূলক নয়। কিন্তু প্রশ্ন হল কেমন হবে তৃতীয় বিশ্বযুদ্ধ৷ সম্প্রতি এক রহস্যময় TikTok ইউজার, যিনি নিজেকে "টাইম ট্রাভেলার" বলে দাবি করেন,  তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিজেক মত জাহির করেছেন৷ তিনি জানিয়েছেন কেমন হবে তৃতীয় বিশ্বযুদ্ধ৷ 

আরও পড়ুন- ১০০ তলায় বসছে ‘হিরের চূড়া’! বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে মরু শহর দুবাই

@timevoyaging অ্যাকাউন্ট থেকে যুদ্ধের ভাবী রূপের রেখচিত্র প্রকাশ করেছেন৷ সম্প্রতি একটি পোস্টে ওই টিকটক ইউজার লিখেছেন, ‘‘মনযোগ দিন! হ্যাঁ, আমি একজন সত্যিকারের টাইম ট্র্যাভেলার৷ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে করা আমার মন্তব্যটি ছিল সবচেয়ে বেশি পছন্দের৷’’ তিনি আরও বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি দেখাব, এটি কীভাবে শুরু হবে এবং কীভাবে শেষ হবে, সেই ছবি এখানে রয়েছে।" 


প্রথম ছবিটিতেই দেখা গিয়েছে বিশাল বিস্ফোরণ৷ ধোঁয়ায় ভরে গিয়েছে আকাশ৷ এই ছবিটি কোন স্থান বোঝানে হয়েছে, তা অবশ্য উল্লেখ করা হয়নি৷ চূড়ান্ত ছবিতে দেখা গিয়েছে, পৃথিবী সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছে৷ 

তৃতীয় বিশ্বযুদ্ধ


এই ছবিগুলি দেখে অনেকেই তা বিশ্বাস করতে পারেনি৷ কিন্তু পারমাণবিক যুদ্ধ বাধলে তা বিশ্বকে কী ভয়ঙ্কর ভাবে ধ্বংস করবে, তা এই ছবিগুলি থেকে সহজেই অনুমেয়৷ এক ইউজার লিখেছেন, ‘দৃশ্যতই ভয়ঙ্কর৷’ অপর এক ইউজার লিখেছেন, ‘‘আমাদের মৃত্যু ঘটবে৷’’ আরেক জন ইউজার লিখলেন, ‘‘একবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমাদের ধ্বংস নিশ্চিত৷ কারণ আমাদের আশ্রয় নেওয়ার আমাদের কাছে জন্য বিকল্প গ্রহ নেই৷’’ তবে টাইমট্র্যাভেলারের কথা অনেকেই মেনে নিতে পারেননি৷ তাঁদের কাছে সবটাই কাল্পনিক৷ 

তৃতীয় বিশ্বযুদ্ধ


এদিকে, আন্তর্জাতিক দুনিয়া বলছে, শুধু রাশিয়া-ইউক্রেন নয়৷ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি রয়েছে৷ যার জেরে বিশ্বযুদ্ধ ঘটতেই পারে৷ ভারত-পাকিস্তান, ভারত-চিন, আমেরিকা-চিন,  চিন-তাইওয়ান, কিংবা দুই কোরিয়ার মধ্যে সংঘাতের পারদ চরলেও তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে পারে গোটা দুনিয়া৷ 


 

Around The Web

Trending News

You May like