Aajbikel

১০০ তলায় বসছে ‘হিরের চূড়া’! বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে মরু শহর দুবাই

 | 
বুর্জ বিনঘাত্তি

দুবাই: বহুতলের তালিকায় আমেরিকাকে পিছনে ফেলল দুবাই৷ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক টাওয়ারকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি হতে চলেছে মরু প্রদেশে।  পেল্লাই সেই বহুতল হবে ১০০ তলার৷ এই বহুতলের নাম রাখা হয়েছে ‘বুর্জ বিনঘাত্তি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’। যদিও আরও একটি নাম দেওয়া হয়েছে এই বহুতলের—‘হাইপারটাওয়ার’।

আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে কিমের ‘ব্রহ্মাস্ত্র’! কী আছে উত্তর কোরিয়ার এই পারমাণবিক ডুবোজাহাজে?


বিনঘাত্তি নামের এক প্রোমোটারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই বহুতলটি নির্মাণ করতে চলেছে ঘড়ি নির্মাতা সংস্থা ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’৷  এই আবাসনের উচ্চতা হবে ৪৭২ মিটারেরও বেশি৷ ‘হাইপারটাওয়ার’-এর মূল আকর্ষণ হল এর চূড়া। আবাসনের উপরিভাগ এমন ভাবে তৈরির পরিকল্পনা করা হয়েছে, যাতে একঝনকে দেখসেই মনে হবে তা হিরে দিয়ে গড়া৷ মনে হবে এই গগনচুম্বী বহুতলের উপর রয়েছে হিরের চূড়া। ফলে বুর্জ খলিফার পাশাপাশি এবার দুবাইয়ে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে হাইপারটাওয়ারও৷ 

হাইপারটাওয়ার


দুবাই শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বিজনেস বে’ এলাকায় এই বহুতলটি তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি তলে যে ফ্ল্যাটগুলি থকবে, সেগুলি দুই বা তিন কামরা বিশিষ্ট। বহুতলের উপরে থাকবে বিলাসবহুল পেন্টহাউস৷ 

‘হাইপারটাওয়ার’- এ থাকবে ‘বিশেষ’ ক্লাবঘর। থাকবে ‘ইনফিনিটি পুল’ও। ১০০ তলার এই আবাসনে বাচ্চাদের জন্যে তৈরি করা হবে ‘ডে কেয়ার’৷ আবাসনের বাসিন্দাদে জন্য থাকবে বিশেষ শেফের বন্দোবস্ত।

বুর্জ


‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ সংস্থার চেয়ারম্যান জ্যাকব আর্বোর কথায়, এই আবাসনের উপর থেকে দেখা যাবে গোটা দুবাই শহর। দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করবেন আবাসিকরা। আর আবাসনের আলোয় ভিজবে গোটা দুবাই৷

পৃথিবীর উচ্চতম বহুতল রয়েছে এই মরু শহরেই। বিস্ময়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম আকর্ষণ এই গগনচুম্বী অট্টালিকা৷ এই বহুতলকে নিয়ে পর্যটকদের মধ্যেও উৎসাহের অন্ত নেই। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপার্টমেন্ট এবং স্টুডিয়ো মিলিয়ে বুর্জ খলিফায় মোট বাসস্থানের সংখ্যা ৯০০। সেখানে ৩৫ হাজারেরও বেশি মানুষের বাস৷ ১৬৩ তলার বুর্জ খলিফা অসংখ্য রেকর্ডের অধিকারী। পৃথিবীর আরও কোনও বহুতলে এতগুলি তল নেই।  ৫৫৫ মিটার উঁচু তলটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ, দুবাই শহরটিকে ছবির মতো দেখা যায় এখান থেকেই। 



 

 

Around The Web

Trending News

You May like