মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, নিমেষে গুলিতে ঝাঁঝরা ২১

মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, নিমেষে গুলিতে ঝাঁঝরা ২১

ae1a717b11102cb6f1b0e5ea1f72be21

টেক্সাস: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা৷ মিনেষে গুলিতে ঝাঁঝরা ২১টি তাজা প্রাণ৷ মঙ্গলবার আমেরিকার টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে চড়াও হয় এক বন্দুকবাজ৷ পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সে৷ গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে পড়ুয়ারা৷ ১৮ জন পড়ুয়া সহ প্রাণ হারান ২১ জন৷ তবে পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে ওই বন্দুকবাজ৷ গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই পুলিশ কর্মীও৷ স্কুলে বন্দুকবাজের হামলায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ 

আরও পড়ুন- জোর করে বিয়ে, স্বামীদের পছন্দ না হওয়ায় গুলি করে খুন দুই বোনকে

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার টেক্সাসের উভালডে কাউন্টির এলিমেন্টারি স্কুলে চড়াও হয় ১৮ বছর বয়সী কিশোর৷ স্কুলে তখন উপস্থিত ছিল ৬০০ পড়ুয়া৷ আচমকাই ব্যাগ থেকে বন্দুক বার করে সে৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেয় ২১ জনকে৷ খবর পেয়েই স্কুলে পৌঁছয় পুলিশ৷ ওই বন্দুকবাজকে বাগে আনতে গুলি চালানো হয়৷ সেও পাল্টা গুলি চালায়৷ গুলির লড়াইয়ে জখম হন দুই পুলিশ কর্মী৷ শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিকেষ হয় ওই বন্দুকবাজ৷ এ কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ আবট৷ 

গত এক দশকে আমেরিকার স্কুলে সবচেয়ে ভয়ঙ্কর হামলা৷ টেক্সাসে এর আগে কখনও এমনটা ঘটেনি৷ গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা৷