‘পুরষরা রোবট নয়, মেয়েদের স্বল্প পোশাক দেখে প্রভাবিত হতেই পারে’, ফের বিতর্কে ইমরান

‘পুরষরা রোবট নয়, মেয়েদের স্বল্প পোশাক দেখে প্রভাবিত হতেই পারে’, ফের বিতর্কে ইমরান

489c30abdc4d60d34a1211fbcd1ded34

ইসলামাবাদ: ফের বিতর্কে ইমরান খান৷ চলতি বছরের গোড়ায় পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের ঘটনার জন্য মেয়েদের পোশাককে দায়ী করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ ফের একই বুলি আওড়ে বিতর্ক জড়ালেন পাক প্রধানমন্ত্রী৷ তাঁর এই মন্তব্যে নিন্দায় সরব বিভিন্ন মহল৷ 

আরও পড়ুন- ব্রিটেনে করোনার তৃতীয় ঢেউ শুরু

‘Axios on HBO’-তে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ইমরান বলেন, ‘কোনও মেয়ে যদি স্বল্প পোশাকে ঘুরে বেড়ায়, তাহলে একজন পুরুষের উপর তার প্রভাব পড়বেই৷ যদি না তিনি রোবট হন৷ এটা সাধরণ বোধের বিষয়৷’’ তিনি আরও বলেন, ‘‘এটা সংস্কৃতির সাম্রাজ্যবাদ৷ আমাদের সংস্কৃতিতে যেটা গ্রহণীয়, তা সর্বত্র গ্রহণীয় হওয়া উচিত৷’’ ইমরানের এই মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়৷ তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী নেতারা৷ ক্ষোভ উগড়ে দিয়েছেন পাক সাংবাদিকরাও৷ 

পাক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়৷ ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানে ক্রমাগত ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ করছে পাক সরকার৷ জবাবে তিনি বলেন, ‘‘কামনা বাসনা সংবরণ করতেই পর্দা প্রথা৷ কিন্তু কামনা সংবরণের ইচ্ছাশক্তি সকলের মধ্যে নেই৷’’

উল্লেখ্য, ২০২০-র নভেম্বরে প্রতিদিন ১১টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ গত ছয় বছরে জমা পড়েছে ধর্ষণের ২২ হাজার রিপোর্ট৷ কিন্তু গোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ০.০৩ শতাংশ৷ তবে পর্যন্ত মাত্র ৭৭ জন দোষী সাব্যস্ত হয়েছিল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *