ব্রিটেন: দক্ষিণ আফ্রিকার পর ব্রিটেন৷ ভারতে হদিশ মেলা করোনার ডেল্টা স্ট্রেনের সৌজন্যে ব্রিটেনে করেনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে৷ শনিবার ব্রিটেনের শীর্ষস্থানীয় এক টিকা বিশেষজ্ঞ এমনটাই জানিয়েছেন।
ব্রিটেনের টিকাকরণ সংক্রান্ত কমিটি জেসিভিআইয়ের পরামর্শদাতা অধ্যাপক অ্যাডাম ফিন বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে করোনা টিকা ও ডেল্টা স্ট্রেনের মধ্যে প্রতিযোগিতা চলছে৷ তিনি আরও বলেন, ‘আমরা কিছুটা আশাবাদী যে এটা খুব দ্রুত সংক্রমিত হতে শুরু করবে না। কিন্তু এটা ধীর গতিতে ছড়ালেও তৃতীয় ঢেউ যে শুরু হয়ে গিয়েছে তা বলাই যায়। আর এই ডেল্টা স্ট্রেন ও টিকাকরণের মধ্যে প্রতিযোগিতা চলছে এখন। যত দ্রুত সব বয়স্ক ব্যক্তিদের দু’টি ডোজ দেওয়া সম্ভব হবে, তত কমবে করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা৷ আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে যত বেশি বয়স্ক মানুষকে করোনায় আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে পারব, তত বেশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার কমাতে সমর্থ হব। এরপরই আবার সব আগের মতো স্বাভাবিক হতে শুরু করবে৷’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি মোটেই আত্মবিশ্বাসী নই। কিন্তু আমার মনে হয় আশার বাণী রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের হার বাড়ছে। কিন্তু গত সপ্তাহেও আমি যতটা ভয়ে ছিলাম, সেই হারে সংক্রমণ ছড়াচ্ছে না। তবে ইতিমধ্যেই দৌড় শুরু হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, ইউরোপের বহু দেশেই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। তার মধ্যে ছিল ব্রিটেনও। কিন্তু বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত ব্রিটেনে ১০ হাজার ৪৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সেদেশর তরফে দাবি করা হচ্ছে, ভারতে সন্ধান পাওয়া ডেল্টা স্ট্রেনই এর জন্য দায়ী৷ ইংল্যান্ডের স্বাস্থ্য দফতরের দাবি, টিকার একটি ডোজ নিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৭৫ শতাংশ কমে যায়। ডেল্টা স্ট্রেনে আক্রান্ত হলেও বিষয়টা একই থাকে। আর দু’টি ডোজই নেওয়া হয়ে গেলে সেই সম্ভাবনা ৯০ শতাংশে। আপাতত এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে নেমেছে ব্রিটেন।