ফ্রান্সের নয়া করোনা ভ্যারিয়েন্টে IHU কতটা বিপজ্জনক? যা বলল WHO

ফ্রান্সের নয়া করোনা ভ্যারিয়েন্টে IHU কতটা বিপজ্জনক? যা বলল WHO

জেনেভা: করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে কাঁপছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে ফ্রান্সে হদিশ মিলেছে করোনার নয়া প্রজাতি IHU-র৷ যার বিজ্ঞানসম্মত নাম B.1.640.2৷ যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ তবে IHU নিয়ে আশ্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ 

আরও পড়ুন- ওমিক্রনকে হালকা ভাবা ঠিক নয়, বাড়তে পারে বিপদ, সতর্ক করল WHO

হু-এর বিজ্ঞানী আবদি মাহমুদ জানিয়েছেন ২০২১-এর নভেম্বর থেকে করোনার এই প্রজাতি নিয়ে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে দেখা গিয়েছে, করোনার এই নয়া রূপে সংক্রমণ খুব বেশি মাত্রায় ছড়াচ্ছে না। তিনি আরও জানান, যেখানে ১ লক্ষ ২০ হাজার নমুনায় ওমিক্রনে আক্রান্ত হয়েছে, সেখানে ফ্রান্সে IHU ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন মাত্র ২০ জন৷

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভাইরোলজিস্ট টম পিককও জানিয়েছেন, এই ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তিনি জানান, গত বছর ডিসেম্বরে ক্যামেরুন থেকে ফ্রান্সে ফেরা এক ব্যক্তির শরীরে প্রথম এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়।  

 IHU-তে অন্তত করোনার ৪৬ টি মিউটেশন ঘটেছে। তবে এই নিয়ে আরও তথ্য বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার একদল বিশেষজ্ঞ বলছেন, মাঝেমধ্যেই করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের দেখা মিলবে৷ তবে সব ভ্যারিয়েন্টের ক্ষমতা এক নয়। সেই কারণেই ফ্রান্সের এই নয়া ভ্যারিয়েন্টকে নিয়ে অযথা আতঙ্কিত হতে বারণ করছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =