ওমিক্রনকে হালকা ভাবা ঠিক নয়, বাড়তে পারে বিপদ, সতর্ক করল WHO

ওমিক্রনকে হালকা ভাবা ঠিক নয়, বাড়তে পারে বিপদ, সতর্ক করল WHO

কলকাতা:  দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। আপাতত সংক্রমণের চালিকা শক্তি হয়ে উঠেছে ওমিক্রন৷ তবে দেখা গিয়েছে অধিকাংশ ওমিক্রন আক্রান্তকেই হাসপাতালে যেতে হচ্ছে না৷ বাড়িতে থেকেই চিকিৎসা করানো যাচ্ছে৷ তবে ওমিক্রনকে হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই৷ সেক্ষেত্রে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে৷ সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ 

আরও পড়ুন- ফুসফুসে ক্ষতি করছে না ওমিক্রন! আশার বার্তা WHO-র

সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং হু-র কোভিড ১৯ টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘কোনও কিছুকে অতি সহজভাবে নিলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। ডেল্টা আক্রান্তদের তুলনায় ওমিক্রন আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেকটাই কম। তার মানে এটি ওমিক্রন কম বিপজ্জনক সেটা ভাবা ঠিক নয়। ওমিক্রন সাধারণ ঠান্ডা লাগা নয়৷ এটাও ভয়ঙ্কর৷ এর মারণ ক্ষমতাও রয়েছে৷ ওমিক্রম সর্বস্তরে ছড়িয়ে পড়েছে৷ কাউকে আতঙ্কিত করতে চাই না৷ তবে সতর্ক থাকতে হবে৷’’  প্রসঙ্গত, এর আগেও হু একাধিক বার ওমিক্রন নিয়ে সতর্ক করেছে। করোনার সংক্রমণ রুখতে যে কোনও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

এদিকে, দৈনিক আক্রান্তের হারে শীর্ষে রয়েছে কলকাতা৷ বুধবার সন্ধ্যায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী কলকাতার পজিটিভিটি রেট ২৩ শতাংশ। যা দেশের বাকি শহরগুলি থেকে অনেকটাই বেশি৷ মাত্র সাত দিনে কলকাতায়  সংক্রমণের হার পৌঁছে গেল ৪৪.৫ শতাংশে। দ্রুত সংক্রমণ বাড়ছে পার্শ্ববর্তী হাওড়া জেলাতেও৷ গত ৭ দিনে সেখানে সংক্রমণের হার ৩০.১৪ শতাংশে পৌঁছেছে৷ 

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাত নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়তে শুরু করেছে। প্রতি রাজ্যেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ সরকারি তথ্য অনুযায়ী,  দেশের ১৫৬টি জেলায় পজিটিভিটি রেট ২.৫ শতাংশের উপরে চলে গিয়েছে। গ্রামাঞ্চলের চেয়ে বড় শহরগুলিতেই তুলনামূলকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ দিল্লিতে এখন পজিটিভিটি রেট ৫.০৩ শতাংশ৷ এই আবহে সপ্তাহান্তে কার্ফু জারি হয়েছে রাজধানীতে। গত আট দিনে দিল্লিতে করোনা বেড়েছে ৯ গুণ। মহারাষ্ট্রে গত আটদিনে করোনা বেড়েছে ৮ গুণ। আর বুধবার কলকাতায় পজিটিভিটি হার বেড়ে হয়েছে ২৩.১৭ শতাংশ। এর আগে মঙ্গলবার কলকাতায় এই হার ছিল ১৮.৯৬ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 17 =