জেনেভা: ২০১৯ সালের শেষ থেকে গোটা জগত বদলে দিয়েছে একটাই জিনিস। নোভেল করোনাভাইরাস। চিন থেকে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখনও যে তার আতঙ্ক কাটেনি তা স্পষ্ট। দিন দিন আরও অনেক বেশি প্রজাতির সন্ধান মিলছে করোনার যা চিন্তা বাড়াচ্ছে। এরই মধ্যে একটা প্রশ্ন নিয়ে কিন্তু পৃথিবী এখনও তোলপাড়। এই করোনা ভাইরাস এল কোথা থেকে। সত্যিই কি চিনের ল্যাবে এর উৎপত্তি নাকি বাদুড়, উত্তর এখনও অজানা।
আরও পড়ুন- চিড়িয়াখানায় ওরাঙ্গুটানের কবলে পর্যটক! ভয়ঙ্কর পরিস্থিতি, রক্তারক্তি কাণ্ড, ভাইরাল ভিডিয়ো
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের একাংশের দাবি এনিয়ে বিস্তারিত পর্যালোচনা করা দরকার। কিন্তু আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশ এর জন্য সরাসরি দায়ি করেছে শি জিংপিং প্রশাসনের চিনকে। তাদের স্পষ্ট দাবি, সেই দেশ থেকেই করোনা ছড়িয়েছে কারণ সেখানের ল্যাবে তৈরি হয়েছে এই ভাইরাস। যদিও চিন সরকার এই দাবি নস্যাৎ করেই জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য চরিচার্থ করতেই এই ভুয়ো তত্ত্ব খাড়া করা হয়েছে। তাদের পাল্টা দাবি, আমেরিকার দু’টি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরি করা হয়েছে। আপাতত এই নিয়েই তরজা চলছে। কিন্তু আসল উত্তর অজানা।
তবে ইতিমধ্যেই করোনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। তারা জানিয়েছে, ঠিক কীভাবে এই কোভিডের ভাইরাস এসেছিল সেই মিসিং লিঙ্ক এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি। তাই এখনই এই নিয়ে কোনও মন্তব্য করা যাবে না। এই নিয়ে আরও আলোচনা চাই। তারা আবার এও জানিয়েছে, পশু থেকে করোনা এসেছে কিনা তা জানতে অন্তত ১৫ বছর লেগে যাবে! কিন্তু এখন ‘জৈবঅস্ত্র’ হিসাবে করোনার ব্যবহার করা হয়েছে এই তত্ত্বই অনেকে মানছেন। আর কাদা ছোড়াছুড়ি চলছে আমেরিকা-চিনের মধ্যে।