নিউইয়র্ক: ক্যানসারে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের তরফ থেকে এমন কথাই জানান হয়েছে। সেখানের চিকিৎসকের কথায়, গত ফেব্রুয়ারি মাসে এই রোগের বিষয়ে তারা জানতে পেরেছিলেন এবং তার পরে মার্কিন প্রেসিডেন্টের অস্ত্রপচারও করা হয়েছে। এখন আপাতত তিনি স্থিতিশীল আছেন বলে খবর।
আরও পড়ুন- ভারতের প্রতিবেশী দেশগুলিকে কেন সাহায্য করছে চিন? উদ্বেগে ওয়াশিংটন
হোয়াইট হাউজ সূত্রে তথ্য মিলেছে, ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্রপচার করে একটি টিস্যু তাঁর বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে মার্কিন প্রেসিডেন্টের নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার রীতি আছে। সেই রকম একটি পরীক্ষাতেই তাঁর ত্বকে ক্যানসার শনাক্ত করেন চিকিৎসক। গত ১৬ ফেব্রুয়ারি এই কারণে বাইডেনের অস্ত্রপচার করা হয়েছিল। এখন জানান হয়েছে, বায়োপসির পরে অবস্থা যথেষ্ট ইতিবাচক তাই আর চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু ত্বকের ঠিক কোন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রদেশের এই সর্বেসর্বা?
” style=”border: 0px; overflow: hidden”” title=”কিছুতেই সারছে না কাশি! অ্যাডিনোভাইরাসের প্রকোপ? Impact of adenovirus in children” width=”560″>
মার্কিন মুলুকের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, স্কোয়ামাস ও ব্যাসাল সেল কার্সিনোমা ত্বকের ক্যানসারের সাধারণ রূপ। এতে সাধারণত বিশেষ চিন্তার কিছু থাকে না। আর মার্কিন প্রেসিডেন্ট ব্যাসাল সেল কার্সিনোমা নামে একপ্রকার ত্বকের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ধরা পড়ার পর শুরুতেই চিকিৎসা হয়েছে তাই এখন তিনি সঙ্কটমুক্ত।