তালিবানের আফগানিস্তানে এবার আইসিসি আতঙ্ক, বিমান বন্দরের বাইরে নাশকতা আশঙ্কা

তালিবানের আফগানিস্তানে এবার আইসিসি আতঙ্ক, বিমান বন্দরের বাইরে নাশকতা আশঙ্কা

কাবুল:  একে তালিবানে রক্ষা নেই, সঙ্গে দোসর আইসিস৷ আফগান জুড়ে এখন নয়া আতঙ্ক৷ কাবুল বিমান বন্দরের বাইরে বড়সড় হামলার ছক কষছে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিরা৷ এমনটাই দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের৷ 

আরও পড়ুন- জানেন, কত সম্পদ আছে আফগানিস্তানের মাটিতে? চমকে উঠবেন

১৫ অগাস্ট কাবুল কব্জা করার পর থেকেই প্রায় গোটা আফগানিস্তানে শুরু হয়েছে তালিবানি রাজত্ব৷ বাগরাম এবং পুল-এ চাখরি জেল থেকে ছেড়ে দেওয়া হয় বন্দিদের৷ আফগানিস্তানে সন্ত্রাস দমন শাখার এক আধিকারিক জানান, ওই দুটি জেলে তালিবান, আল-কায়দা, আইএস এবং অন্যান্য অপরাধী মিলিয়ে প্রায় ৫ হাজার কয়েদি ছিল৷ কিন্তু আইএস জঙ্গিদের সঙ্গে তালিবানের মতোবিরোধ রয়েছে৷ তাই এই সুযোগে তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানে হামলা চালানোর চেষ্টা করবে আইএস৷ আবার আফগানিস্তানের মাটিতে আইসিস-এর প্রচুর স্লিপার সেলও রয়েছে৷ যা হামলার আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে৷ 

এদিকে, তালিবান ফগানিস্তান দখল করার পর থেকেই শুরু হয়েছে দেশ ছাড়ার হিড়িক৷ হাজার হাজার মানুষ প্রাণ হাতে নিয়ে জড়ো হয়েছেন বিমান বন্দরের বাইরে৷ ভিরতে রয়েছে মার্কিন বাহিনী৷ আর বাইরে তালিবান৷ এই অবস্থায় আইসিস হামলা চালাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে৷ হামলার আশঙ্কা প্রকাশ করেছে তালিবানও৷ তাদের এক মুখপাত্রের কথায়,  “সাধারণ মানুষ ও  সাংবাদমাধ্যমের উপর হামলা চালিয়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে৷ এই সংক্রান্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে।”

আরও পড়ুন- কোনও হিটলিস্ট নেই তাদের কাছে! ক্ষমায় ‘জোর’ দিয়েছে তালিবান

এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের নির্দেশ, মার্কিন নাগরিকরা যেন বিমানবন্দরের বাইরে অপেক্ষা না করেন৷ আমেরিকার দূতাবাসের তরফে বলা হয়েছে, প্রশাসনের তরফে নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকা এড়িয়ে চলুন৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =