ফাইজারে অনুমোদন, বিশ্বে প্রথম টিকাকরণ শুরু হচ্ছে ব্রিটেনে

ফাইজারে অনুমোদন, বিশ্বে প্রথম টিকাকরণ শুরু হচ্ছে ব্রিটেনে

লন্ডন: বিশ্বে এই প্রথম টিকাকরণের জন্য ছাড়পত্র পেল ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন৷ বিশ্বের প্রথম দেশ হিসাবে এই ছাড়পত্র দিল ব্রিটেন৷ আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ কর্মসূচি৷ 

আরও পড়ুন- নাক দিয়ে ঢুকে করোনা কাবু করছে মস্তিষ্ককে, গবেষণায় উঠে এল নতুন তথ্য

বুধবার ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘ফাইজার বায়োএনটেকের কোভিড ১৯ ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য সুপিরাশ করেছিল মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)৷ তাদের সুপারিশ গ্রহণ করে ফাইজারকে ছাড়পত্র দেওয়া হল আজ৷ আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনজুড়ে শুরু হবে টিকাকরণ কর্মসূচি৷ ’’ এমএইচআরএ জানিয়েছে, এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম৷ ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যা্ট হেনকক টুইট করে বলেন, ‘‘এটা খুবই খুশির খবর৷ আগামী সপ্তাহের প্রথম দিক থেকেই টিকাকরণের কাজ শুরু করতে প্রস্তুত ন্যাশনাল হেলথ সার্ভিস৷’’ অন্যদিকে, ফাইজারের তরফে বলা হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার৷ তবে এখনই সকলে ভ্যাকসিন পাবেন না৷ প্রয়োজনীয়তার নিরিখে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে৷ আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এমন স্বাস্থ্যকর্মী, সোশ্যাল কেয়ার ওয়ার্কার এবং ৮০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদের সবার আগে এই টিকা দেওয়া হবে৷  দ্বিতীয় ধাপে পাবেন ৫০ বছরের বেশি এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যাক্তিরা৷ প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ৷ 

আরও পড়ুন- করোনা আক্রান্ত মা, শরীরে ভাইরাসের অ্যান্টিবডি নিয়ে জন্মাল সন্তান

সংস্থার সিইও অ্যালবার্ট বাউরলা বলেন, সঠিক মূল্যায়ন এবং দেশের জনগণের স্বার্থে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এমএইচআরএ-কে সাধুবাদ জানাই৷ এই টিকার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩৭ টাকা৷ ইতিমধ্যেই ব্রিটেনের ২ কোটি মানুষের জন্য ৪ কোটি ডোজের বরাত দিয়েছে সে দেশের সরকার৷ সেই সঙ্গে সতর্কতা অবলম্বন করে চলার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =