হোয়াইট হাউজ দখলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, ফ্লোরিডা-ওহিয়োতে কড়া টক্কর

হোয়াইট হাউজ দখলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, ফ্লোরিডা-ওহিয়োতে কড়া টক্কর

f948a4ba13947089fcc379d88a8ea10e

 

ওয়াশিংটন: কার দখলে যাবে হোয়াইট হাউজ? ডোনাল্ড ট্রাম্প না জো বিডেন৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ একদিকে ফের গদি দখলের লড়াইয়ে নেমেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প৷ অন্যদিকে, ট্রাম্প বিরোধী হাওয়ায় ক্ষমতা দখলে মরিয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন৷ শেষ পাওয়া খবর অনুসারে ফ্লোরিডা ও ওহিয়োতে চলছে কড়া টক্কর৷ এখনও পর্যন্ত কিছুটা এগিয়ে রয়েছেন ট্রাম্প৷ তাঁর দখলে রয়েছে ১৩টি প্রদেশ৷ জো বিডেন জিতেছেন ১১টি প্রদেশে৷ 

আরও পড়ুন- মার্কিন নির্বাচন: হোয়াইট হাউস হাতছাড়া হচ্ছে ট্রাম্পের? জয়ের পথে বাইডেন

 

ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, আরকানসাস, লিুইসিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়া সহ ১৩টি প্রদেশে জয়ী হয়েছেন ট্রাম্প৷ এই প্রদেশগুলিতে ২০১৬ সালেও জয়ী হয়েছিলেন তিনি৷ অন্যদিকে নিজের প্রদেশ ডেলাওয়্যার, নিউইয়র্ক, ম্যসাচুসেটস, নিউ জার্সি এবং মার্কিন রাজধানী ওয়াশিংটন সহ ১১টি প্রদেশ দখল করেছেন জো বিডেন৷ দ্বিতীয় দফায় হোয়াইট হাউজে ফিরতে হলে ফ্লোরিডায় জয়ী হতে হবে ট্রাম্পকে৷ ২৭০ এর ম্যাজিক ফিগার ছুঁতে গেল ফ্লোরিডার ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ এই প্রদেশে রয়েছে ২৯টি ইলেকটোরাল ভোট৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রদেশ৷ এখনও পর্যন্ত দুই প্রতিদ্বন্দ্বী রয়েছে সমানে সমানে৷ দু’জনেই পেয়েছে ৪৯ শতাংশ ভোট৷  

আরও পড়ুন- ধর্মীয় আঘাত! বদলা নিতে মেয়েদের মুণ্ডচ্ছেদ শেখাচ্ছে পাকিস্তান!

 

যদি বিডেন ওহিয়োতে জিতেন, তাহলে তথাকথিত ‘ব্লু ওয়াল’ ফিরিয়ে নিতে পারবেন – ২০১৬ সালের নির্বাচনের আগে মিড ওয়েস্ট প্রদেশে ২০ বছরেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটদের নির্ভরযোগ্য ঘাঁটি ছিল৷ তবে ২০১৬ সালে ভোট দিয়েছিল রিপাবলিকানদের। শেষ ১৪টি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থীকেই ভোট দিয়েছিল ওহিয়ো৷ আবার ২০১৬ সালে ফ্লোরিডাতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছিলেন ৪৭.৮ শতাংশ ভোট৷ আর ৪৯ শতাংশ ভোট পেয়ে বাজি মাত করছিলেন ট্রাম্প৷ এখনও পর্যন্ত ৯৪টি ইলেকট্রোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ বিডেন এগিয়ে রয়েছে ১২৯টি ভোটে৷ টেক্সালে এগিয়ে রয়েছে ডিমোক্র্যাটকরা৷ অন্যদিকে, ট্রাম্পের দখলে গিয়েছে মিশিগান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *