মার্কিন নির্বাচন: হোয়াইট হাউস হাতছাড়া হচ্ছে ট্রাম্পের? জয়ের পথে বাইডেন

মার্কিন নির্বাচন: হোয়াইট হাউস হাতছাড়া হচ্ছে ট্রাম্পের? জয়ের পথে বাইডেন

5f7c928993378f1b78847efcde5dd971

 

ওয়াশিংটন: করোনা আবহে বিহার নির্বাচনের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ আমেরিকায় শুরু হয়েছে ভোটগ্রহণ৷ ভোটের লাইনে দাঁড়িয়েছেন মার্কিনিরা৷ এবারের নির্বাচনে বেশকিছুটা পিছিয়ে থেকে শুরু করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প৷ এগিয়ে রয়েছেন জো বাইডেন৷

গতকাল সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণের পর ফলাফল আসতে শুরু করে দিয়েছে৷ ফলাফলের যা ট্রেন্ড, তাতে  দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউস হাতছাড়া হতে পারে ট্রাম্পের৷ ডোনাল্ড ট্রাম্পের আমলে বেড়ে চলা সামাজিক মেরুকরণের বিরুদ্ধে রুখতে দাঁড়িয়েছেন ভোটারদের একাংশ৷ তার স্পষ্ট ইঙ্গিত মিলিছে ফলাফলে৷ ভোটারদের একটা বড় অংশ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থনে পা বাড়িয়েছেন৷ 

ভোটগ্রহণ শেষ হতে না হতেই সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করে দিয়েছে৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে ইন্ডিয়ানা  থেকে শুরু করে আরকানাস, টেনেসি-সহ ৫টি প্রদেশে জয়ী ডোনাল্ড ট্রাম্প৷ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন নিউ ইয়র্ক থেকে শুরু করে নিউ জার্সি, ম্যসাচুসেটস, ভেরমোন্ট ও মারিল্যান্ডে জয় পেয়েছেন৷ স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়৷ ভারতীয় সময়  ধ্যরাতে ভোটগ্রহণ শেষ হয়৷ ইতিমধ্যে ভোটের ফলাফলও আসতে শুরু করে দিয়েছে৷ তাতে কিছুটা হলেও পিছিয়ে৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ১১৮টি প্রদেশে জয়ী হয়েছেন৷ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ২০৯টি প্রদেশে জয়ী৷ ২৭০ হোয়াইট হাউসের ম্যাজিক ফিগার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *