কোনও হিটলিস্ট নেই তাদের কাছে! ক্ষমায় ‘জোর’ দিয়েছে তালিবান

কোনও হিটলিস্ট নেই তাদের কাছে! ক্ষমায় ‘জোর’ দিয়েছে তালিবান

fc61227c77ee587400688f635358e12a

কাবুল: আফগানিস্তান দখল করার পরেই নিজেদের ‘পরিবর্তিত’ বলে দাবি করে আসছে তালিবান। শান্তির বার্তা দেওয়া থেকে শুরু করে নারী নিরাপত্তার কথাও বলতে শোনা গেছে তাদের মুখে। একই সঙ্গে তারা যে সকলের সঙ্গে শান্তি বজায় রেখে সুস্থভাবে আফগানিস্তানে সরকার গঠন করে কাজ করতে চায়, সেই ব্যাপারেও জানিয়েছিল। এবার আরও একবার নিজেদের ভাবমূর্তি সঠিক রাখতে পদক্ষেপ নিল তারা। এবার জানান হল যে, তাদের কাছে কোনও হিটলিস্ট নেই, সবাইকে ক্ষমা করে দিয়েছে তালিবান। 

আরও পড়ুন- বাংলায় নির্বাচনের রণকৌশলই ভুল ছিল! মানতে ‘বাধ্য’ হল বিজেপি

আফগানিস্তান দখল নেওয়ার পর তালিবান প্রাথমিকভাবে যে দাবি করেছিল তার পরে দেখা গিয়েছিল যে তার বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। কারণ সে দেশ থেকে অন্যান্য দেশে পালিয়ে যাওয়া নাগরিকরা সেখানকার আতঙ্কের পরিবেশের কথা ব্যক্ত করেছেন অনেকবার। মূলত নারীদের ওপর তালিবান কী অত্যাচার চালাচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা করা হয়েছিল। দরজায় দরজায় তালিবান ঘটছে এবং পছন্দ না হলেই যে কাউকে হত্যা করছে, এমন খবর সামনে এসেছিল। যদিও তালিবান এখন দাবি করছে যে সমস্ত অভিযোগ ভিত্তিহীন কারণ সকলকে তাকে ক্ষমা করে দিয়েছে। এখন কারা আফগানিস্তানের ভবিষ্যত গড়তে চায় সুস্থভাবে। এমনকি একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়ে তারা দেখিয়েছে যে কী ভাবে আফগানি মেয়েরা স্কুলে যাচ্ছে। অতএব তাদের মূল বক্তব্য যে তারা আর আগের মত নেই, এখন পুরোপুরি বদলে গিয়েছে তালিবান। 

তালিবান আফগানিস্তানের দখল নিতে এই বহু মানুষ সেই দেশ ছেড়েছেন ইতিমধ্যেই। বিদেশি নাগরিকরা তো রয়েছেনই, রয়েছে আফগান নাগরিকরাও। তালিবান সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছে যে তারা চায় না যে কেউ দেশ ছেড়ে যাক, তবে কেউ যেতে চাইলে তাকে আটকানো হবে না। এ ক্ষেত্রেই তাদের বক্তব্য, সকলকে একসঙ্গে রেখে কাজ করতে উদ্যোগী তারা। অন্য কারোর প্রতি তাদের রাগ বা বিদ্বেষ নেই, সকলকে তারা ক্ষমা করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *