কাবুল: গত মাসেই আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে মার্কিন সেনাবাহিনী কিন্তু যাওয়ার আগে সেখানে তাদের যা যুদ্ধবিমান ছিল সব বিকল করে দিয়েছে তারা যাতে তালিবান জঙ্গিরা সেগুলো কিছু ব্যবহার না করতে পারে। এর পাশাপাশি আফগান বায়ুসেনার যুদ্ধবিমান পড়ে রয়েছে সেখানে যেগুলি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু তালিবানরা সেগুলো যে নিজেদের ‘অবসর সময়’ কাটানোর জন্য ব্যবহার করবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। এর আগে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে তালিবান জঙ্গিরা শিশুদের পার্কে ঘুরে বেড়াচ্ছে, শিশুদের মনোরঞ্জনের গাড়ি নিয়ে ঘুরছে, আবার জিম করতেও দেখা গিয়েছে তাদের। এবার তাদের দেখা গেল দোল খেতে, তাও আবার পরিত্যক্ত যুদ্ধবিমানের ডানা থেকে!
আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ED
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে তালিবান জঙ্গিরা ওই সব যুদ্ধবিমানের ডানা থেকে দড়ি ঝুলিয়ে প্রবল উচ্ছ্বাসে দোল খাচ্ছে। এই ভাবেই যুদ্ধবিমানের ডানা থেকে দড়ি ঝুলিয়ে দোলনা তৈরি করা হয়েছে, সেখানে এক জঙ্গি দোল খাচ্ছে এবং পেছন থেকে তাকে দোল খাওয়াচ্ছে আরো কয়েকজন। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, যে যুদ্ধবিমান গুলিকে তারা এই ভাবে ব্যবহার করছে সেগুলি সব আফগান বায়ুসেনার বাতিল হয়ে যাওয়া বিমান। এদিকে আবার তালিবানের দোল খাওয়ার ভিডিওটি শেয়ার করে আমেরিকাকে কটাক্ষ করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।
The graveyard of EMPIRES and their WAR MACHINES. Talibans have turned their planes into swings and toys….. pic.twitter.com/GMwlZKeJT2
— Lijian Zhao 赵立坚 (@zlj517) September 9, 2021
সম্প্রতি আফগানিস্তানে নয়া সরকার গঠন করে ফেলেছে তালিবান। ‘কেয়ারটেকার’ প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তান ঘনিষ্ঠ মোল্লা হাসান আখুন্দ। তার সহকারী হিসেবে কাজ করবে মোল্লা আব্দুল ঘানি বেরাদর এবং মোল্লা আব্দুল সেলাম হানফউ। ক্ষমতা দখলের পর তালিবান বলে দিয়েছিল যে আফগানিস্তানের নাম এবং পতাকা বদলে যাবে। সেই অনুযায়ী আফগানিস্তানের নতুন নাম হল ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান।