আফগান যৌনকর্মীদের মৃত্যুদণ্ড নিশ্চিত, পর্নসাইট ঘেঁটে তালিকা প্রস্তুত করছে তালিবান

আফগান যৌনকর্মীদের মৃত্যুদণ্ড নিশ্চিত, পর্নসাইট ঘেঁটে তালিকা প্রস্তুত করছে তালিবান

কাবুল:  তালিবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে সে দেশের মেয়েরা৷ ইতিমধ্যেই লাগু হয়েছে গুচ্ছ ফতোয়া৷ কাজ হারিয়ে ঘরে বন্দি হয়েছেন মেয়েরা৷ এরই মধ্যে মৃত্যুর খাঁড়া নামতে চলেছে আফগানিস্তানের যৌন কর্মীদের উপর৷ পর্ন সাইট দেখে সে দেশের যৌন কর্মীদের তালিকা তৈরি করছে তালিবান৷ যৌন পেশার সঙ্গে যুক্ত থাকার কোনও সূ্ত্র খুঁজে পেলেই মৃত্যুদণ্ড৷ নয়তো সারা জীবনের মতো যৌন দাসী করে রাখা হবে তাঁদের৷ 

আরও পড়ুন- তালিবানের গুলিতে নিহত শিশুস‌হ একাধিক আফগান! পঞ্জশির ‘দখলে’র উল্লাসে তাণ্ডব

আফগান যৌনকর্মীরা ঠিক কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারেন, তার খোঁজ শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি তল্লাশি চলছে পর্ন সাইটগুলোতেও৷ সেখানে কোনও আফগান মহিলার ভিডিয়ো থাকলেই নাম তোলা হচ্ছে তালিকায়৷ এরই মধ্যে যদি কেউ কোনও বিদেশি’র সঙ্গে যৌন সম্পর্ক করে থাকেন, তাহলে তাঁর মৃত্যু অনিবার্য৷ বাকিদের শাস্তি ঠিক হবে বিচারের পর৷ মৃত্যু দণ্ড না যৌন দাসী করা হবে, তা ঠিক করা হবে পরিস্থিতি বিচারে৷  

আরও পড়ুন- চিনই সবথেকে গুরুত্বপূর্ণ! তালিবানের বক্তব্যে বাড়ছে কৌতুহল

তালিবান ক্ষমতায় আসার পরেই ১৫ উর্ধ্ব মহিলা  ও ৪০-এর নীচে বিধবাদের তালিকা চাওয়া হয়েছিল৷ যা শুনেই ভয়ে কাঁটা হয়েছিল মেয়েরা৷ তালিবান মুখে ভোল বদলের কথা বললেও, আদতে যে তারা বদলায়নি তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে৷ ফিরতে শুরু করেছে ২০ বছর আগের আতঙ্ক৷ তালিবানের নজরে মেয়েরা বরাবরই ভোগ্যবস্তু৷ সন্তান উৎপাদনের মাধ্যম মাত্র৷ এর আগেও যৌন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের খুন করেছে তালিবান৷ শরিয়তি আইনের নামে ফের শুরু হয়েছে তালিবানি তাণ্ডব৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =