কাবুল: দু’দশকের লড়াই শেষ৷ আফগানিস্তান থেকে সম্পূর্ণ ভাবে সেনা প্রত্যাহার করে নিল আমেরিকা৷ সোমবার আফগানিস্তান থেকে ওড়ে আমেরিকার শেষ বিমান৷ আর মার্কিন বাহিনী দেশ ছাড়তেই স্বাধীনতা ঘোষণা করে তালিবান৷ শূন্য মুহুর্মুহু গুলি চালিয়ে চলল উল্লাস৷ আকাশে আতসবাজি ফাটিয়ে স্বাধীনতা উদযাপন করল তালিবানরা৷
আরও পড়ুন- আফগান সীমান্তে জঙ্গি হামলা, ক্রমাগত বিস্ফোরণ! নিহত পাক-সেনা
২০ বছর আগে এই তালিবানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী৷ বাইডেন জমানায় সেই যুদ্ধের সমাপ্তি ঘটল৷ তালিবান আগেই জানিয়েছিল ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে হবে৷ এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে উদ্ধার কাজ৷ তালিবানের বেঁধে দেওয়া সেই ডেট লাইন ফুরচ্ছে মঙ্গলবার৷ তার আগেই সোমবার রাতে যাবতীয় জিনিসপত্র গুটিয়ে আমেরিকায় পাড়া দেয় বাহিনী৷ আর শেষ মার্কিন বিমান কাবুলের মাটি ছাড়তেই শুরু হয় তালিবানের উচ্ছ্বাস৷ শূন্যে মুহুর্মুহু গুলি ছুড়তে থাকে তালিবান যোদ্ধারা৷ ফাটানো হয় আতসবাজি৷ মার্কিন বাহিনী দেশ ছাড়তেই পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে তালিবান৷
আরও পড়ুন- আফগানিস্তানে তালিবানকে ‘পথ দেখাক’ আন্তর্জাতিক দুনিয়া, আমেরিকাকে আর্জি চিনের
মঙ্গলবার সকালে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, “আমেরিকার বাহিনী পুরোপুরি কাবুল ছেড়েছে। আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা পেল।” কাবুল বিমানবন্দরের কাছে প্রহরারত এক তালিব যোদ্ধা বলে, “আমেরিকার শেষ পাঁচটি বিমান দেশ ছাড়তেই এত আনন্দ হচ্ছে যে, তা ভাষায় প্রকাশ করা যা না৷ গত ২০ বছর ধরে তালিবানের বলিদানের ফল পেলাম আমরা।”