বিতর্কিত গিলগিট-বালটিস্তানকে স্বীকৃতি দিতে মরিয়া ইমরান সরকার

বিতর্কিত গিলগিট-বালটিস্তানকে স্বীকৃতি দিতে মরিয়া ইমরান সরকার

376826dda3392fe7614fd650f6f66635

 

ইসলামাবাদ: পাক অধিকৃত গিলগিট-বালটিস্তানকে এবার সে দেশের পঞ্চম প্রদেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা শুরু করল ইমরান খান সরকার৷ বুধবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তান বিষয়ক ফেডেরাল মন্ত্রী আলি আমিন গান্ডাপুর৷ তিনি বলেন, গিলগিট-বালটিস্তানকে এবার পূর্ণাঙ্গ প্রদেশের মর্যাদা দেওয়া হবে৷ দেওয়া হবে সাংবিধানিক অধিকার৷ পাক পার্লামেন্টের উভয় কক্ষেই থাকবে এই প্রদেশের প্রতিনিধিরা৷ 

আরও পড়ুন- বাথরুমের মধ্যে ট্রাম্প আমাকে চূড়ান্ত যৌন হেনস্থা করেছিলেন, বিস্ফোরক প্রাক্তন মডেল

 

খুব শীঘ্রই পাক প্রধানমন্ত্রী ইমরান খান গিলগিট-বালটিস্তান পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি৷ সেই সময়ই এই অঞ্চলের আনুষ্ঠানিক পরিবর্তনের কথা ঘোষণা করবেন তিনি৷ গান্ডাপুর বলেন, ‘‘সকলের সঙ্গে আলোচনার পরই গিলগিট-বালটিস্তানকে সাংবিধানিক অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সেখানকার মানুষকে আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা হবে৷’’ পাকিস্তানের এই ঘোষণার পর এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি৷ যদিও ধারাবাহিকভাবেই এই বিতর্কিত অঞ্চলে পাকিস্তানের পদক্ষেপে আপত্তি জানিয়ে এসেছে নয়া দিল্লি৷ এমনকী গিলগিট-বালটিস্তানকে জম্মু-কাশ্মীরের অংশ বলেও দাবি করেছে ভারত৷ 

90b92a8a82f7269a31cc1c720fdfd5c0

গিলগিট-বালটিস্তানকে পঞ্চম প্রদেশের স্বীকৃতি দেওয়া হলেও, এই অঞ্চলে যে ভর্তুকি ও কর ছাড় দেওয়া হয় এখনই তা প্রত্যাহার করা হবে না৷ গান্ডাপুরের কথায়, যতক্ষণ না এই অঞ্চলের মানুষ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হচ্ছে, ততদিন পর্যন্ত এই সুবিধা তাঁদের দেওয়া হবে৷ এই পরিবর্তন সম্পর্কে অবগত রয়েছে সেদেশের সেনাও৷ গিলগিট-বালটিস্তানের আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই পরিবর্তন আনতে এখন উঠেপড়ে লেগেছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)পার্টি৷ এই পরিবর্তনের হাত ধরে ভোট ময়দানে রাজনৈতিক ফায়দা তোলাই ইমরান সরকারের মূল লক্ষ্য৷ 

আরও পড়ুন- এক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনার টিকা, ভোটের মুখে ঘোষণা ট্রাম্পের

 

গান্ডাপুর জানান, আগামী নভেম্বর মাসেই এই অঞ্চলে নির্বাচন হওয়ার কথা৷ ভোটের প্রস্তুতি পর্বও সারা হয়ে গিয়েছে৷ তিনি বলেন, গত ৭৩ বছর ধরে গিলগিট-বালটিস্তানের মানুষকে যে ‘বঞ্চনা’র শিকার হতে হয়েছে এই পরিবর্তনের মধ্যে দিয়ে তাঁর সমাপ্তি ঘটবে৷ ১৯৯৯ সালে পাক সুপ্রিম কোর্ট এক রায়ে গিলগিট-বালটিস্তানের মানুষকে পাক নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়৷ ২০০৯ সালে স্ব-শাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পায় তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *